স্থানীয় ব্যবসায়ীরা গ্রামাঞ্চল থেকে তাল সংগ্রহ করে বেপারিদের কাছে বিক্রি করছেন। একই সঙ্গে চুনারুঘাট পৌরশহরে সড়কের পাশে এবং বিভিন্ন অলিগলিতে বিক্রি হচ্ছে তালশাঁস।
আকারভেদে প্রতিটি তাল বিক্রি হচ্ছে ৫ থেকে ১০ টাকায়। ব্যবসায়ী রহমত আলী, সনজব আলী বলেন, তালে এখনাে পুরােপুরি শাঁস হয়নি। ব্যাপারীদের চাহিদার কারণে তাল কাটতে হচ্ছে। প্রতিটি তাল প্রকারভেদে ৫থেকে১০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। পাইকারি বিক্রি হচ্ছে ৩থেকে৬ টাকায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোজাম্মেল হোসেন বলেন, পানি তালের অনেক উপকারিতা রয়েছে। তবে অধিক খাওয়া ঝুঁকিপূর্ণ।