পীরগাছা কলেজের প্রভাষক মোজাম্মেল হোসেনের ইন্তেকাল

একরামুল ইসলাম,পীরগাছা (রংপুর) প্রতিনিধি মে ২৬, ২০২১, ০৮:১৮ পিএম
ছবি: আগামী নিউজ

রংপুরঃ জেলার পীরগাছা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক ও বিভাগীয় প্রধান (অবসরপ্রাপ্ত) মোজাম্মেল হোসেন (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২৬ মে) বেলা ১২.৩০ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘ ৮ বছর থেকে শারীরিক নানা রোগে ভূগছিলেন। 

মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শিক্ষাজীবন শুরুর আগে মোজাম্মেল হোসেন কৃষি ব্যাংক, পাশাপাশি পীরগাছা বাজারে ওষধের ব্যবসা করতেন। তাঁর দীর্ঘদিনের কর্মস্থল পীরগাছা কলেজ মাঠে
প্রথম জানাযা শেষে পৈতৃক বাড়ি উপজেলার জুয়ানচর (মুন্সিপাড়া) পারিবারিক কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়। 

তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান, পীরগাছা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, পীরগাছা সদর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা, অত্র কলেজের প্রাক্তন
অধ্যক্ষ ওয়াহেদ আলী, বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফাহমিদ হাসান অনু, সহকর্মী ও বিভিন্ন শ্রেণির মানুষ। 

এদিকে পূর্ব চন্ডিপুর গ্রামের মরহুম ফজল হকের ছোট ছেলে ও পীরগাছা সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের প্রাক্তন ইউপি মেম্বার হায়দার আলীর শ্যালক আব্দুল হান্নান (৩৮) শ্বাসকষ্টজনিত কারণে বুধবার (২৬ মে) সকাল ১১.২০ মিনিটে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমদ্বয়ের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সকল মুসলিমদের কাছে দোয়া চেয়েছেন স্ব স্ব পরিবার।