বলেশ্বর নদীতে ভেসে এলো মৃত মায়াবী হরিণ!

শেখ বাদশা, বাগেরহাট জেলা প্রতিনিধি মে ২৬, ২০২১, ০৭:১১ পিএম
ছবিঃ আগামী নিউজ

বাগেরহাটঃ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘুর্নিঝড় ইয়াসের প্রভাবে সাগর সহ উপকুলীয় নদ-নদীতে ব্যাপক পানি বৃদ্ধি পাওয়ায় সুন্দরবন ও প্লাবিত হয়েছে। ফলে বলেশ্বর নদীর জোয়ারের পানিতে ভেসে এসেছে একটি সুন্দর বনের মৃত. মায়াবী হরিণ  হরিণ।

খোজঁ নিয়ে জানাযায়, ৩৫/১ পোল্ডারের বেরিবাঁধের পাশে বলেশ্বর নদী সংলগ্ন উপজেলার রায়েন্দা ইউনিয়নের ঝিলবুনিয়া এলাকার খান বাড়ী সামনে ২৬ মে (বুধবার) বিকালে স্থানীয় কিছু শিশুরা খেলা করছিল। এ সময় তারা নদী থেকে একটি হরিন ভেসে যেতে দেখে পরে তা কিনারে তুলে আনে।

ধারনা করা হচ্ছে জোয়ারের পানি সুন্দরবনে ঢুকে পড়ার কারনে এই বাচ্ছা হরিনটি কোন কিনারা না পেয়ে মারা গেছে এবং পরবর্তীতে বলেশ্বর নদীর পানিতে ভেসে লোকালয়ের দিকে আসছে। তবে, উদ্ধারকৃত মৃত. হরিনটির ওজন (আনুমানিক) ১৮ থেকে ২০ কেজি।

পুর্ব বনবিভাগের (ডিএফও) মুহম্মদ বেলায়েত হোসেন জানান, ঘুর্নিঝর ইয়াসের প্রভাবে সুন্দরবনে ব্যাপক পানি বৃদ্ধি পাওয়ার কারনে ওই হরিনটি মারা যেতে পারে বলে ধারনা করা হচ্ছে।তবে, আমরা খবর পেয়ে একদল বনরক্ষী ওই এলাকায় ইতিমধ্যে পাঠিয়েছি এবং শরনখোলা রেঞ্জ এলাকায় হরিনের মৃত.দেহটি মাটি চাপা দেওয়া হবে।