রাজবাড়ীঃ জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের চড়গুয়োদাহ গ্রামে বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
২৪ এপ্রিল সোমবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রাজস্ব খাতের অর্থায়নে ২০২০-২১ অর্থ বছরে বোরো ধান ফসলের ব্রিধান-৮৯ জাতের বাস্তবায়িত প্রদর্শনীর উপর এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
মো.সফিকুল ইসলামের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো.যাইদুল এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো.আনেয়ার হেসেন কৃষি ব্যক্তি ও সাংবাদিক রুহুল আমিন বুলু, বীজ উৎপাদন ও সংরক্ষণের হারুন অর রশিদ।
এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ মাঠ দিবসে ৮০ জন নারী-পুরুষ কৃষক প্রশিক্ষনে অংশগ্রহণ করেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, বীজ উৎপাদন, সংরক্ষণ ও ব্যবহার বিষয়ভিত্তিক বক্তব্য রাখেন। কৃষক নিজে বীজ উৎপাদন ও সংরক্ষণ পদ্ধতিতে নিজের বাড়িতে বীজ সংগ্রহ করবে ফলে অন্য কৃষকরা উন্নতমানের বীজ ক্রয় করে উৎপাদন বৃদ্ধি করতে পারবে।