বালিয়াকান্দিতে ব্রিধান ৮৯ বাস্তবায়িত প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত

অনিক সিকদার মে ২৪, ২০২১, ০৯:১৭ পিএম
ছবিঃ আগামী নিউজ

রাজবাড়ীঃ জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের চড়গুয়োদাহ গ্রামে বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

২৪ এপ্রিল সোমবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রাজস্ব খাতের অর্থায়নে ২০২০-২১ অর্থ বছরে বোরো ধান ফসলের ব্রিধান-৮৯ জাতের বাস্তবায়িত প্রদর্শনীর উপর এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

মো.সফিকুল ইসলামের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো.যাইদুল এর পরিচালনায়  অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো.আনেয়ার হেসেন কৃষি ব্যক্তি ও সাংবাদিক রুহুল আমিন বুলু, বীজ উৎপাদন ও সংরক্ষণের হারুন অর রশিদ।

এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ মাঠ দিবসে ৮০ জন নারী-পুরুষ কৃষক প্রশিক্ষনে অংশগ্রহণ করেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, বীজ উৎপাদন, সংরক্ষণ ও ব্যবহার বিষয়ভিত্তিক বক্তব্য রাখেন। কৃষক নিজে বীজ উৎপাদন ও সংরক্ষণ পদ্ধতিতে নিজের বাড়িতে বীজ সংগ্রহ করবে ফলে অন্য কৃষকরা উন্নতমানের বীজ ক্রয় করে উৎপাদন বৃদ্ধি করতে পারবে।