মুক্তাগাছায় ৯৯৯-এ ফোন পেয়ে ধর্ষককে গ্রেফতার 

আনোয়ার সাদত জাহাঙ্গীর, ময়মনসিংহ জেলা প্রতিনিধি মে ২৪, ২০২১, ০৭:৫৬ পিএম
ছবি: আগামী নিউজ

ময়মনসিংহঃ জেলার মুক্তাগাছা উপজেলার ৪ নং কুমারগাতা ইউনিয়নে ধর্ষণের শিকার হয়েছে ১৮ বছরের এক কিশোরী। গত বৃহস্পতিবার (২০ মে) বিকাল সাড়ে ৪ টার দিকে ইউনিয়নের কুমারগাতা মধ্যপাড়া (বানিয়া বাজার) এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা যায়, রবিবার ( ২৩ মে)  রাত ১১ টার দিকে জরুরী সেবা ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ কিশোরীর বাড়িতে যায় ঘটনা শুনে এবং তার মা মোছাঃ জুলেখা বেগম (৪৮) এর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেন এবং দায়িত্ব দেওয়া হয় পুলিশ পরিদর্শক ( তদন্ত) জাহাঙ্গীর আলমকে। 

ময়মনসিংহ সদর সার্কেলের এএসপি আলাউদ্দিন ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দুলাল আকন্দ এর নেতৃত্বে অভিযুক্তদের গ্রেফতার করতে মাঠে নামে তদন্তকারী কর্মকর্তা সহ থানার একাধিক টিম । 

অভিযুক্ত সাইদুল ইসলামের ছেলে  মো. আসাদুল  ওরফে আসাদ (১৯) ও মতিউর রহমানের ছেলে মো. শরীফুল ইসলাম ওরফে  শরিফ (২০) কে থানা পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয় এবং আজ সোমবার (২৪ মে) তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন। 

এ বিষয়ে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দুলাল আকন্দ বলেন, আমরা ৯৯৯ এ সংবাদটি পাওয়া মাত্রই বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখি এবং উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করি । অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু করিয়া আসামীদের গ্রেফতার করতে সক্ষম হই এবং বিজ্ঞ আদালতে প্রেরণ করিলে আসামীদ্বয় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেন।