লক্ষ্মীপুর: উপকূলীয় ও সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও ব্যবস্থাপনা বিষয়ক মৎস্যজীবীদের নিয়ে ২ দিনের প্রশিক্ষণ সোমবার (২৪ মে) লক্ষ্মীপুর শহরের রোজ গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টে শুরু হয়েছে।
সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট এর সহযোগীতায় এবং মৎস্য অধিদপ্তর সদর লক্ষ্মীপুরে আয়োজনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, জেলা মৎস্য কর্মকর্তা মো: বিল্লাল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: সারোয়ার জামান, সহকারী মৎস্য কর্মকর্তা আবুল কাসেম
প্রমুখ।
প্রশিক্ষণে উপকূলীয় ও সামুদ্রিক মৎস্য সম্পদ এর অর্থনেতিক গুরুত্ব, উপকূলীয় ও সামুদ্রিক মৎস্য সম্পদ ব্যবস্থাপনায় বন্ধ মৌসুমের গুরুত্ব ও করণীয়, আহরিত মাছের তথ্য সংগ্রহ এবং গুণাগুণ রক্ষায় ও মানোন্নয়নে করণীয়, মৎস্য আহরণ কালে মৎস্যজীবীদের জীবনের নিরাপত্তা করনীয়সহ বিভিন্ন বিষয়ের উপর ধারণা প্রদান করেন প্রশিক্ষকরা। ২ দিনের এই প্রশিক্ষণ ২৫ জন মৎস্যজীবী উপস্থিত ছিলেন।