ফের শুরু হয়েছে বরিশালে লঞ্চ চলাচল, নেই স্বাস্থবিধির বালাই

জহির খান, বরিশাল জেলার প্রতিনিধি মে ২৪, ২০২১, ০৩:৫৩ পিএম
ছবিঃ আগামী নিউজ

বরিশালঃ করোনা মহামারি প্রাদুর্ভাবে দীর্ঘ দেড় মাস বন্ধ থাকার পরে বরিশালে ফের শুরু হয়েছে লঞ্চ চলাচল।

সোমবার (২৪ মে) সকাল থেকে নির্ধারিত গন্তব্যের উদ্দেশে বরিশাল অভ্যন্তরীণ নৌ-রুটে কয়েকটি লঞ্চ যাত্রী নিয়ে ছেড়ে গেছে। এছাড়া সন্ধ্যায় পূর্ব নির্ধারিত সময়ে ঢাকার উদ্দেশে বরিশাল নদী বন্দর ত্যাগ করার অপেক্ষায় আছে বিলাববহুল ৫টি লঞ্চ। সোমবার বেলা ১২টার দিকে বরিশাল নদী বন্দর ঘুরে দেখা গেছে, বিভিন্ন গন্তব্যে যাতায়াতের জন্য সকাল থেকেই পন্টুনে ভিড় করছেন যাত্রীরা।

তবে এ সময় সামাজিক দূরত্ব বজায় রাখতে দেখা যায়নি। যাত্রীরা পন্টুনে সামাজিক দূরত্ব এবং মাস্ক সঠিকভাবে না পরলেও লঞ্চে উঠার সময় মাস্ক পরে উঠছেন। আবার লঞ্চ ছেড়ে যাওয়ার পরে মাস্ক খুলে ফেলেন বলে একাধিক লোক জানিয়েছেন।

আজ বরিশাল থেকে ঢাকার উদ্দেশে এমভি পারাবত ১০, সুন্দরবন ১০, সুরভী ৯, কির্তনখোলা ১০ এবং মানামী যাত্রী নিয়ে যাবে। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের বরিশাল অঞ্চলের সভাপতি শেখ আবুল হাশেম আমার সংবাদকে জানান, সকাল থেকেই বরিশাল, লক্ষ্মীপুর, মেহেন্দিগঞ্জ, হিজলা, কালীগঞ্জ, লালমোহন, চরকলমি, বোরহানউদ্দিন, বাহেরচর রুটে লঞ্চ চলাচল করছে।

স্বাস্থ্যবিধি মেনে চলতে আজ যাত্রীদের অবস্থা পর্যবেক্ষণ করছি। যদি যাত্রীরা স্বাস্থ্যবিধি মানতে না চায় তাহলে প্রশাসনের সহায়তায় যাত্রীদের স্বাস্থ্যবিধি মানাতে কাজ করা হবে।’এমভি সুন্দরবন-১০ লঞ্চের মাস্টার হারুন জানান, নির্দেশনা পাওয়ার পর লঞ্চ ধুয়ে-মুছে প্রস্তুত করা হয়েছে। আজ সন্ধ্যায় যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করবো আমরা। তিনি আরও বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী অর্ধেক যাত্রী নিয়ে যাতায়াত করা হবে। পূর্বে ডেকে জনপ্রতি ভাড়া ছিল ২০০ টাকা। যা বর্তমানে ৪০০ টাকা করে নেওয়া হবে বলে জেনেছি। তবে কেবিনের ভাড়া আগের মতোই থাকবে। আমরা সরকারি সকল নির্দেশনা অনুসরণ করেই যাত্রী পরিবহন করবো।

মেহেন্দিগঞ্জগামী যাত্রী হাসান বলেন, জনগণের জন্যই এই লকডাউন দিতে হয়েছে। জনগণ যদি মাস্ক পরতেন, দূরত্ব বজায় রেখে চলাচল করতেন তাহলে এসবের কিছুই লাগত না। অনেক দিন পর লঞ্চ চলাচল শুরু কাছে, এখন অন্তত ‘বেশি বোঝা’ মানুষগুলোর উচিত হবে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করা।

বরিশালের অভ্যন্তরীণ সবগুলো রুটে ছোট লঞ্চে যাত্রী পরিবহন শুরু করেছে জানিয়ে বরিশাল নদী বন্দর কর্মকর্তা ও বিআইডব্লিউটিএর উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা এখন মাস্ক পরিধানের ওপর বিশেষ গুরুত্বারোপ করছি। ছোট-বড় সকল লঞ্চে যাত্রীদের মাস্ক পরিধান বাধ্যতামূলক করে মালিক-শ্রমিকদের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি নদীবন্দরে যাত্রীদের স্বাস্থ্যবিধি অনুসরণে উৎসাহিত করতে কাজ করছি।’