চট্টগ্রামঃ বিশ্বব্যাপী চলমান মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে ভাইরাসে আক্রান্ত মৃত্যু সংখ্যা বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যান্য দেশের মত সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশ সরকার গত (৫ এপ্রিল) থেকে সারাদেশে লকডাউন ঘোষণা করে।
লকডাউন শতভাগ নিশ্চিত করতে সরকারি গণপরিবহন সহ সব ধরনের গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে।
দীর্ঘ একমাস ১৯ দিন পর গতকাল সরকারি নির্দেশনা পেয়ে আজ (২৪ মে) সোমবার থেকে সরকারি নির্দেশনা মেনে সামাজিক দুরত্ব নিশ্চিত করে সারাদেশে চালু হলো গণপরিবহনের চলাচল।
মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে ইউরোপ সহ এশিয়ার মধ্যে বাংলাদেশের পাশের দেশ ভারতে ভাইরাসটি ভয়ঙ্কর আঘাত হানার কারনে চিকিৎসা সেবা ভেঙে পড়ার পাশাপাশি বেশীরভাগ রাজ্যে দিয়েছে অক্সিজেনের মহা সংকট।
বাংলাদেশে ভাইরাসটির দ্বিতীয় ঢেউয়ে সরকার গত (১৪ এপ্রিল) থেকে কঠোরভাবে লকডাউন পালনের ঘোষণা দেওয়ার পর মাঠপর্যায়ের সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা নিরলসভাবে কাজ করার কারনে দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণের ভয়াবহতা প্রতিরোধ করতে সক্ষম হয়েছে সরকার ও দেশের মানুষের সচেতনতার কারনে।
আজ থেকে সারাদেশে গণপরিবহন চালু হলেও পরিবহনে যাত্রী সংখ্যা কম।
যাত্রীর সংখ্যা কম হওয়ার বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) বিভাগের চট্টগ্রাম জেনারেল শাখার ইন্সপেক্টর সালামত উল্লাহ আগামী নিউজকে বলেন, সরকারি নির্দেশনা পেয়ে সারাদেশে চট্টগ্রাম থেকে চলাচল করবে আটটি ট্রেন।
আটটি ট্রেনের মধ্যে অন্তনগর এক্সপ্রেসের ৬,টি এবং সাগরিকা ও কর্ণফুলী একটি করে ট্রেন দৈনিক চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন জায়গায় ছেড়ে যাবে।
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এই কর্মকর্তা আগামী নিউজের এই প্রতিবেদককে আরও বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক সংক্রমণ প্রতিরোধে সামজিক দুরত্বের বিষয়টি নিশ্চিত করে ছেড়ে গিয়েছে চালু হওয়া ট্রেন গুলো। তবে পূর্বের ভাড়া নির্ধারন থাকলেও যাত্রীর সংখ্যা তুলনামূলক ভাবে একেবারেই কম। তিনি আরও বলেন, হয়তো আজ প্রথম দিন হওয়ার কারনে যাত্রী সংখ্যা কম হলেও আগামীকাল থেকে যাত্রীর সংখ্যা বাড়তে পারে।