নড়াইলঃ জেলার নড়াগাতি থানার উদ্যোগে এলাকায় চলমান সহিংসতা নিরসনে এলাকাবাসীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২মে) বিকালে নড়াগাতি থানার কলাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে এলাকাবাসীদের নিয়ে এমন ব্যতিক্রমধর্মী আইন শৃঙ্খলা মতবিনিময়ের আয়োজন করেন নড়াগাতি থানার অফিসার ইনচার্জ মোসাঃ রোখসানা খাতুন।
এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নড়াইল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম। নড়াগাতি থানার পুলিশ পরিদর্শক ইকরাম হোসেন, সাব ইন্সপেক্টর মোঃনাজমুল হাসান, নড়াগাতি থানাপুলিশের সদস্যরাসহ এলাকাবাসী।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম বলেন, এলাকায় চলমান সহিংসতা নিরসনে পুলিশ সর্বদা জনগণের পাশে থেকে কাজ করবে। তবে এ সহিংসতা নিরসনে এলাকাবাসীর সহযোগিতা থাকতে হবে।