বামনায় হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

জাহিদুল ইসলাম মেহেদী, বরগুনা জেলা প্রতিনিধি মে ২২, ২০২১, ০৮:৩৪ পিএম
ছবি: আগামী নিউজ

বরগুনাঃ জেলার বামনা উপজেলার  ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রী কলেজের অফিস সহকারী গোলাম মোস্তফাকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবীতে ভুক্তভোগী পরিবার,  শিক্ষক ও শিক্ষার্থীদের মানববন্ধন পালিত হয়েছে। 

শনিবার (২২ মে) বেলা ১১ টার দিকে ডৌয়াতলা বাজারের আমুয়া ও পাথরঘাটার মূল সড়কে এ মানববন্ধন অনুুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু মৃধা। উপস্থিত ছিলেন ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যাক্ষ মিলন কৃষ্ণ হালদার, বরগুনা (বাকশীস) সমিতির সভাপতি জিয়াউল করিম, ডৌয়াতলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নিজাম মৃধা,হেমায়েত উদ্দিন মৃধা, সিদ্দিক কাজী প্রমুখ। 

এ সময়ে বক্তারা বলেন,আমরা পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করবো যারা এই নৃশংস হত্যাকান্ডের সাথে জড়িত আপনারা তাদেরকে গ্রেফতার করে সুষ্ঠু তদান্তসাপেক্ষে বিচারের আওতায় আনেন। অন্যথায় আমরা এর চেয়ে আরও কঠোর থেকে কঠিন আন্দোলনে যেতে বাধ্য হবো। 
 
নিহত গোলাম মোস্তফা তিনি হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রী কলেজের নিম্মমান অফিস সহকারী হিসেবে দীর্ঘদিন চাকুরীরত ছিলেন। 

উল্লেখ্য, নিখোঁজের তিনদিন পর গত শুক্রবার তার বাড়ির কাছে সরকারবাড়ির একটি নালায় ভাসমান অবস্থায় তার মৃত লাশ পাওয়া যায়।  পরে থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে সুরাতালের জন্যে নিয়ে যায়।