মাগুরায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ

মোখলেছুর রহমান, মাগুরা জেলা প্রতিনিধি মে ২২, ২০২১, ০৫:২৭ পিএম
ছবিঃ আগামী নিউজ

মাগুরাঃ আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্রে আজ শনিবার দিনব্যাপী মসলা জাতীয় ফসলের আধুনিক উৎপাদন কলাকৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের উপ-সচিব (আইন অধিশাখা) আব্দুর রহিম।

আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানীক কর্মকর্তা মনিরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুশান্ত কুমার প্রামাণিক। প্রশিক্ষণে মোট ৩৫ জন কৃষক কৃষাণী অংশ নেয়।

সেখানে মষলা চাষের কলাকৌশল ও লাভজনক দিক তুলে ধরা হয়। কৃষকরা এ বিষয়ে তাদের নিজ নিজ অভিমত ও সমস্যার কথা তুলে ধরেন।