শার্শায় ভাতিজার বল্লমের আঘাতে চাচা খুন

মোঃ মনির হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি  মে ২১, ২০২১, ০৬:৪২ পিএম
ছবি: আগামী নিউজ

যশোর: জেলার শার্শা উপজেলার পল্লীতে ভাতিজার ছোড়া বল্লমের আঘাতে চাচা আব্দুল মজিদ (৫০) নিহত হয়েছে। বৃহস্পতিবার (২০ মে) রাত ১১টার সময় উপজেলার অগ্রভুলোট গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত মজিদ উপজেলার অগ্রভুলোট গ্রামের গফুর সর্দারের ছেলে। শুক্রবার (২১ মে) সকালে বেনাপোলর খড়িডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে ভাইপো দেলোয়ার (২৪) কে আটক করে পুলিশ। সে একই গ্রামের মতিয়ার রহমানের ছেলে। 


স্থানীয় ইউপি সদস্য তবিবুর রহমান জানায়, বাড়ির সীমানা নির্ধারন নিয়ে রাতে আব্দুল মজিদের সাথে ভাতিজা দেলোয়ারের কথা কাটাকটি হয়। এক পর্যায়ে দেলোয়ার তার হাতে থাকা বল্লম ছুড়ে মারে আব্দুল মজিদের পেটে। এতে ঘটনাস্থলেই মজিদ মারা যায়। ঘাতক দেলোয়ার ঘটনার পরপর পালিয়ে যায়।

এ ঘটনায় শার্শা থানার ওসি বদরুল আলম ও বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ওসি ফরিদ ভুইয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান শার্শা থানার ডিউটি অফিসার এএসআই মাসুম বিল্লাহ। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় শার্শা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।