চট্টগ্রামঃ জামিনে মুক্তি পেয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন।
গত (২৯ মার্চ) আটকের পরদিন ৩ টি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে তোলার পর মহানগর হাকিম ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহানের আদালত এসব মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত (২৯ মার্চ) চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপির সমাবেশে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের সাথে সংঘর্ষের ঘটনায় আটক হন বিএনপির এই নেতা।
বিএনপির নেতা ডা. শাহাদাতকে আটকের পর নগরীর কোতোয়ালি থানার একটি মামলায় পুলিশ বিএনপির নেত্রী ডা. লুসির দায়ের করা মামলায় ১০ দিনের রিমান্ড চাইলে আদালত রিমান্ড নামঞ্জুর করে ডা. শাহাদাতকে জেল গেইটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
একমাস ১৮দিন কারাভোগের পর গতকাল বিকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান বিএনপির এই নেতা।