বোয়ালমারীতে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ২৫

সুমন ইসলাম, ফরিদপুর জেলা প্রতিনিধি মে ১৯, ২০২১, ০৬:৪৩ পিএম
ছবিঃ আগামী নিউজ
ফরিদপুরঃ জেলার বোয়ালমারী উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে পুলিশসহ আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। এ সময় উভয় পক্ষের ২০ থেকে ২৫টি বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে।
 
বুধবার সকালে দফায় দফায় উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া ও পরমেশ্বরদী গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে নিজাম (২০), সুমন (২০), সুজন (২৫), ইস্রাফিলকে (৩০) বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
 
সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে গিয়ে ৭ পুলিশ সদস্যও আহত হয়েছে। আহত পুলিশ সদস্যরা বেলা আড়াইটার দিকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহত পুলিশ সদস্যরা হলো, থানার উপপরিদর্শক মামুনুর রশিদ (৪৫), সহকারী উপপরিদর্শক হাবিবুল্লাহ (৩৩), ফারুকুজ্জামান (৪২), কনস্টেবল বজলুর রহমান (৫২), মাসুদ রানা (৩০), মিরাজ (৪৫), রফিকুল ইসলাম (৫২)।
 
সংঘর্ষের এলাকা পরিদর্শন করেছেন সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. আনিচুজ্জামান ও বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ নুুরুল আলম। সংঘর্ষের পর থেকে ঘটনাস্থলে অতিরিক্ত  পুলিশ মোতায়েন রয়েছে।
 
থানা সূত্রে জানা যায়, উপজেলার পরমেশ্বদী ইউনিয়ন আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ময়েনদিয়া গ্রামের মান্নান মাতুব্বর ও একই ইউনিয়ন পরমেশ্বরদী স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি মাসুদ শেখ গ্রুপের মধ্যে দীর্ঘদিন আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। সেই বিরোধকে কেন্দ্র করে বুধবার সকালে দুই পক্ষের লোকজন ঢাল সড়কিসহ দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ সময় ঘটনাস্থল থেকে উভয় পক্ষের ১৮ জনকে আটক করে পুলিশ। আটকৃতরা হলো, পরমেশ্বরদী ইউনিয়নের নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সোহেল শেখ, পরমেশ্বরদীর ইদ্রিস শেখ, ইস্রাফিল শেখ, আলিম মোল্যা, রহিম মোল্যা, মহাসিন তালুকদার, জাফর শেখ, আজিজুর রহমান, মোজাম্মেল, জসিম মোল্যা, নাজমুল মৃধা, মোহাম্মদ শেখ, ইমরান, রাসেল মোল্যা, রফিকুল ইসলাম, আমিনুর রহমান, আকমল শেখ ও বেলায়েত মুন্সি।
 
পরমেশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মান্নান মাতুব্বরের ছোট ভাই ছিদ্দিক মাতুব্বর বলেন, মাসুদ শেখের লোকজন বিভিন্ন সময় আমাদের পক্ষের লোকজনের উপর হামলাসহ মারধর করে আসছে। বুধবার সকালে মাসুদের লোকজন আমার পক্ষের আদা বিশ্বাস, বক্কার বিশ্বাসসহ কয়েকটি বাড়ি-ঘরে হামলা করে ভাঙচুর চালায়। খবর পেয়ে আমাদের পক্ষের লোকজন ঘটনাস্থলে পৌছালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
 
পরমেশ্বরদী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি মাসুদ শেখ বলেন, আমার দলের লোকজন ময়েনদিয়া বাজারে কেনাকাটা করতে গেলে মান্নান মাতুব্বরসহ তার লোকজন নিয়ে আমার লোকজনকে মারধর করে। অনেক সময় তারা বাজার থেকে আমার লোকজনকে হুমকি ও ধাওয়া দেয়। হুমকি, ধাওয়া দেওয়ার ঘটনায় আমার পক্ষের আজিজুর রহমার গত বছরের ৭ জানুয়ারি, মোসা. আলপনা বেগম চলতি বছরে ২৭ মার্চ, আব্দুস মান্নান গত ২ মে, ফজলু করিম গত ৮ মে মান্নান মাতুব্বরসহ তার লোকজনের নামে থানায় লিখিত অভিযোগ করেছে। এছাড়া আমার লোকজনকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে জোর করে তার দলে নিতে চায় মান্নান মাতুব্বর। বুধবার ভোরে মান্নান মাতুব্বর তার লোকজন নিয়ে আমার পক্ষের ইব্রাহিম শেখ, বাকু শেখ, বকুল শেখ, আকুবর শেখসহ কয়েকটা বাড়ি ঘরে অর্তকিত হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। ভাংচুরের খবর পেয়ে আমার লোকজন ঘটনাস্থলে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
 
বিকেলে ঘটনাস্থল পরিদর্শনকারী বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে দুইপক্ষের লোকজনকেই আটক করা হয়েছে। আটককৃতদের বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। তদন্ত পূর্বক পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বিকেল সাড়ে ৫টায় পর্যন্তু কোন পক্ষই সংঘর্ষের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়নি। বর্তমানে সংঘর্ষের এলাকা শান্ত রয়েছে।