ফরিদপুরে বজ্রপাতে নিহতের পরিবারের মাঝে অনুদানের অর্থ প্রদান

নিজস্ব প্রতিবেদক মে ১৯, ২০২১, ০৩:৪০ পিএম
ছবি: সংগৃহীত

ফরিদপুরঃ গতকাল মঙ্গলবার (১৯ মে) বজ্রপাতে নিহত হওয়া সদর উপজেলার তিনজনের পরিবারের মাঝে জেলা প্রশাসক অতুল সরকারের নির্দেশনা মোতাবেক জেলা প্রশাসকের মানবিক সহায়তা [জি আর (ক্যাশ)] তহবিল থেকে ২০ হাজার টাকা করে ৩ টি পরিবারের মাঝে মোট ৬০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।

বুধবার(১৯ মে) সকালে নিহত পরিবারের কাছে অনুদানের অর্থ পৌছে দেন ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃআব্দুল রাজ্জাক মোল্যা, উপজেলা নির্বাহী অফিসার মাসুম রেজা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নাহার বেগম এবং উপ-সহকারী প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন।

এসময় স্থানীয় জনগনকে বজ্রপাতের সময় করণীয় সম্পর্কে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার(১৯ মে) বিকেল সাড়ে চারটার দিকে ফরিদপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের মোল্লাডাঙ্গী মহল্লায় বজ্রপাতে নিহত হন আনোয়ারা বেগম (৪৫) নামে এক নারী। ঘটনার সময় ওই নারী স্বামী ও ছেলের সাথে মাঠ থেকে ধান নিয়ে বাড়িতে ফিরছিলেন। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আনোয়ারা বেগম মোল্লা ডাঙ্গী গ্রামের বাসিন্দা কৃষক কাবুল শেখের স্ত্রী। 

বিকেল চারটার দিকে বজ্রপাতে মারা গেছেন কৃষক কবির মোল্লা (৪৮)। তিনি ফরিদপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের পশ্চিম গঙ্গাবর্দী মহল্লার গোপাল মোল্লার ছেলে।ধান নিয়ে মাঠ থেকে বাড়ি ফেরার পথে এ বজ্রপাতের ঘটনা ঘটে। 

এছাড়া বিকেলে বজ্রপাতে সদর উপজেলার নথ চ্যানেল ইউনিয়নে মারা যান দুলাল খান (৫৮) নামের এক কৃষক। এবং মধুখালী উপজেলার চাদপুরে কবির শেখ (৪০) নামে এক কৃষক বজ্রপাতে মারা যান। তিনি মাঠে পাট ক্ষেত পরিচর্যার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন।