রাঙামাটিঃ জেলার বাঘাইছড়ি উপজেলাধীন বাঘাইছড়ি দীঘিনালা সড়কের দুই টিলা নামক এলাকায় জীপ উল্টে ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। সোমবার (১৭ মে) সকাল সাড়ে সাতটায় দিকে সড়ক দূর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, বাঘাইছড়ি দীঘিনালা সড়কে তামাক বহনকারী চাঁদের(জীপ) গাড়ী উল্টে হেলপার মোফাজ্জল নিহত ও চালক এরশাদসহ ৩ জন্য গুরুতর আহত হয়েছেন। আহত ৩জনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
নিহত মোফাজ্জল বাঘাইছড়ি উপজেলার উগলছড়ি বাসিন্দা বলে জানা গেছে।