চিরিরবন্দরে নদীতে নিখোঁজের ৮ ঘন্টা পর লাশ উদ্ধার 

দিপংকর রায়,  দিনাজপুর জেলা প্রতিনিধি মে ১৭, ২০২১, ০৬:১৫ এএম
ছবি: আগামী নিউজ

দিনাজপুরঃ জেলার চিরিরবন্দরে রবিবার দুপুরে কাউগাঁ রেলব্রীজ থেকে আত্রাই নদীতে পড়ে গিয়ে দুর্ঘটনায় এক শিশু নিখোঁজের ৮ ঘন্টা পর লাশ উদ্ধার ।

জানা যায়, মাহিমা আক্তার ঈদ উপলক্ষে মামা জনির সঙ্গে কাউগাঁ রেলব্রীজের পাশে ঢাকাইয়া পাড়া মামার  শ্বশুড় বাড়ীতে যাচ্ছিল। পায়ে হেটে ব্রীজ পার হওয়ার সময় পা পিছলে  আত্রাই নদীতে পড়ে যায়। 

এ সময় স্থানীয়রা নদীতে অনেক খোজা খুঁজি করেও তার কোন সন্ধান না পেয়ে দিনাজপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে। দিনাজপুর  ফায়ার সার্ভিস ও রংপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল এসে নদীতে উদ্ধার কাজ শুরু করলে সন্ধ্যা ৭ টায়  শিশুটির লাশ  উদ্ধার করা করে।

নিহত শিশুটি  সদর উপজেলার কাউগাঁ রাজাপুকুর গ্রামের আলী মনসুরের মেয়ে ৭ম শ্রেণীর ছাত্রী মাহিমা আক্তার (১৩)। সে তার মামার বাড়ীতে মায়ের কাছে থাকত।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চিরিরবন্দর থানার (ওসি) সুব্রত কুমার সরকার বলেন ঘটনাটি বেদনাদায়ক।