চট্টগ্রামে বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

শরীফ হায়দার, চট্টগ্রাম প্রতিনিধি মে ১৬, ২০২১, ১০:০৬ পিএম
ফাইল ছবি

চট্টগ্রামঃ জেলার রাঙ্গু‌নিয়া উপজেলার পদুয়া ইউ‌নিয়‌নের ত্রিপুরা সুন্দরী গ্রা‌মে বন্য হা‌তির আক্রম‌ণে কাজী আবুল হা‌শেম আবু (৬৫) না‌মের এক কৃষ‌কের মৃত্যু ঘ‌টে‌ছে।

রবিবার (১৬ মে)রাঙ্গু‌নিয়ার ইউ‌নিয়‌নের ২নং ওয়ার্ড উত্তর পদুয়া ত্রিপুরা সুন্দরী পাহা‌ড়ি এলাকায় এই মর্মান্তিক দূর্ঘটনা  ঘ‌টে।

বন্য হা‌তির আক্রমণে গুরুতর আহত কৃষক আবুকে উদ্ধার ক‌রে স্থানীয়রা উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে গে‌লে কর্তব্যরত চি‌কিৎসক মৃত ঘোষণা ক‌রেন। ‌

নিহ‌তের ছে‌লে কাজী মো. মহ‌সিন আগামী নিউজকে ব‌লেন সকা‌লে ত্রিপুরা সুন্দরী পাহা‌ড়ের পাদ‌দে‌শে তা‌দের কৃ‌ষি জ‌মি‌তে কাজ কর‌তে যান তার বাবা। কিছু বু‌ঝে উঠার আগেই ১০-১৫‌টির বন্য হা‌তির দল আক্রমণ ক‌রে। এসময় এক‌টি হা‌তি শুড় দি‌য়ে পেঁচিয়ে নি‌ক্ষেপ ক‌রে ও পা‌য়ে পিষ্ট ক‌রে তার বাবা‌কে গুরুতর আহত ক‌রে। মুমুর্ষ অবস্থায় উদ্ধার ক‌রে হাসপাতা‌লে নি‌য়ে গেলে চি‌কিৎসকরা মৃত ঘোষণা ক‌রেন।

স্থানীয় কৃষক আবু জাফর চৌধুরী জানান, প্র‌তিবছর ধান পাক‌লে বন্য হা‌তির দল‌ লোকাল‌য়ে নে‌মে এ‌সে ফস‌লের ব্যাপক ক্ষ‌তিসহ অ‌নেক কৃষক‌কে এভা‌বে মে‌রে ফে‌লে‌ছে। বন‌বিভাগ‌কে হা‌তি তাড়া‌নোর জন্য কৃষকরা অনু‌রোধ কর‌লেও তারা কার্যকর কোন উ‌দ্যোগ নেন‌নি। ফ‌লে ত্রিপুরা সুন্দরী এলাকার শতশত কৃষক জানমা‌লের ক্ষ‌তির সম্মু‌খিন হ‌চ্ছে।

রাঙ্গু‌নিয়া বন‌রেঞ্জ কর্মকর্তা মাসুম ক‌বির ব‌লেন, খাবা‌রের সন্ধা‌নে লোকাল‌য়ের কা‌ছে চলে আসা হা‌তিগু‌লো তাড়া‌তে তারা চেষ্টা চালা‌চ্ছেন।

বিষয়টি নিশ্চিত করে রাঙ্গু‌নিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আগামী নিউজকে বলেন, রাঙ্গুনিয়া এলাকায় বন্য হা‌তির আক্রমণে এক কৃষ‌কের মৃত্যুর সত্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন এঘটনায় থানায় ইউ‌ডি মামলা রুজু করা হ‌য়ে‌ছে।