ব্রাহ্মণবাড়িয়াঃ জেলার নবীনগর কালবৈশাখী ঝড়ে ৬৫ বছরের এক বৃদ্ধ নিহত হয়েছে। গাছপালা ভেঙ্গে পড়ে বৈদ্যুতিক তার ছিঁড়ে গিয়ে উপজেলার বিভিন্ন এলাকাতে বিদ্যুত বন্ধ রয়েছে।
রবিবার (১৬ মে) দুপুরে উপজেলায় বিটঘড় গ্রামে এ ঘটনা ঘটে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একরামুল ছিদ্দিক জানান, দুপুরে নবীনগর পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে কালৈবশাখী ঝড় আঘাত হানে। ঝড়ের কারনে বেশ কিছু বাড়িঘড় ও পুরোনো কিছু গাছপালা ভেঙ্গে গেছে এবং বিটঘর ইউনিয়নের বিটঘড় গ্রামে একটি বটগাছের ঢাল ভেঙ্গে পড়ে বিটঘড় বটতলা সুপার মার্কেটের মালিক মোজাম্মেল হক (৬৫) নামের এক ব্যাক্তি মারা গেছেন।
তিনি বিটঘড় গ্রামের মৃত আজিজুল হক কেরানীর ছেলে। আজকের ঝড়ে নিহতের পরিবার ও ক্ষতিগ্রস্ত্রদের তালিকা করে প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা করা হবে বলে জানান ইউএনও।
নবীনগর পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, ঝড়ের কারনে বেশ কিছু এলাকার গাছের ঢালপালা ভেঙ্গে পড়ে বিদ্যুতের বিদ্যুতের তাঁর ছিঁড়ে যাওয়ার কারনে উপজেলার কিছু এলাকায় বিদ্যুত লাইন বন্ধ রয়েছে, লাইন সচল করার জন্য মেরামতের কাজ চলছে।