করোনা পরিস্থিতে সাড়া ফেলেছে গাইবান্ধার এক টাকার বাজার

মানিক সাহা, গাইবান্ধা জেলা প্রতিনিধি মে ১৩, ২০২১, ০৩:২০ পিএম
ছবিঃ আগামী নিউজ

গাইবান্ধাঃ বর্তমান করোনা পরিস্থিতিতে জেলার দুই শতাধিক অসহায়-দু:স্থ মানুষের ঈদ সহায়তার জন্য এক টাকার বাজার ব্যাপক সাড়া ফেলেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত গাইবান্ধা জেলার শিক্ষার্থীদের সংগঠন “আমাদের গাইবান্ধা” এই অভিনব এক টাকার বাজারের আয়োজন করেছে। ফলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে অসহায়দের।

করোনা পরিস্থিতিতে জরুরী সহায়তা হিসেবে মাত্র এক টাকা দিলেই অসহায়-দু:স্থ মানুষ পাচ্ছেন ঈদ উপহার। এসব উপহার সামগ্রীর মধ্যে রয়েছে মুরগী, সেমাই, সুজি, দুধ, চিনি, লবণ, পেঁয়াজ, মরিচ, আলু, পটল, মিষ্টি কুমড়া ও ডাল।

বুধবার দুপুরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত গাইবান্ধার শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমাদের গাইবান্ধা’ এর সহযোগিতায় গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে এসব বাজার সামগ্রীি বিতরণ করা হয়। বাজারের উদ্বোধন করেন, জেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা।

আমাদের গাইবান্ধা এর সভাপতি মো. সায়হাম রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয়  সদস্য শাহজাহান খান আবু, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, শিক্ষক সুশান্ত কুমার দেবনাথ, সংগঠনের সাধারণ সম্পাদক মুসাভিভর রহমান খান সহ অন্যন্যরা।

উল্লেখ্য, সংগঠনের সাধারণ সম্পাদক মুসাভিভর রহমান খান জানান, গ্লোবাল ভিলেজ থিউরি অনুযায়ী ছোট্ট একটি গ্রাম পরিণত করার প্রত্যযে ২০১৪ সালে সংগঠনটির যাত্রা শুরু করা হয়। ২০ জন শিক্ষার্থীর মাধ্যমে সংগঠনের কার্যক্রম শুরু হয়ে বর্তমানে ৫৪ হাজার সদস্যের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হচ্ছে।

করোনা পরিস্থিতিতে জনগণকে সচেতন করা, কয়েক দফা ত্রাণ বিতরণ, অসহায়দের রক্ত যোগান, ধর্ষণ সহ নারীর প্রতি সহিংসতারোধসহ সামাজিক বিভিন্ন ইস্যুতে সচেতনতাকরণ, তরুণ সমাজের মেধা বিকাশে সহযোগিতা কার্যক্রম এই সংগঠনের আওতায় অব্যাহত রয়েছে। এছাড়া করোনা পরিস্থিতিতে জনগণের মধ্যে প্রতিদিন ইফতার কার্যক্রম পরিচালিত হচ্ছে।

গাইবান্ধার সচেতন মহল অভিমত ব্যক্ত করে আগামী নিউজকে জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীদের এমন উদ্যোগ প্রশাংসার যোগ্য। বর্তমান করোনা পরিস্থিতিতে যদি সমাজের বিত্তবান প্রতিটি মানুষ এভাবে এগিয়ে আসে তাহলে সহায়-সম্বলহীন, অসহায়, দু:স্থ মানুষের দুর্দশা দূর হবে।