সাদুল্লাপুরে ৮০০ মানুষের মাঝে সেমাই-চিনি বিতরণ

শামীম সরদার, সাদুল্লাপুর(গাইবান্ধা) প্রতিনিধি মে ১২, ২০২১, ১০:২২ পিএম
ছবিঃ আগামী নিউজ

গাইবান্ধাঃ ঈদের দিন সকালে অন্যসব খাবারে আগে প্রিয়জনদের সঙ্গে খাবেন রান্না করা সেমাই। অধিকাংশ পরিবার এমন খাবার প্রাণভরে খেতে পারলেও, হয়তো খেতে পারবে না নিম্ন আয়ের মানুষেরা। অসহায় এসব মানুষদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে গাইবান্ধার সাদুল্লাপুরের জামালপুর ইউনিয়নের অসহায় ৮০০ জনকে দেয়া হয়েছে সেমাই-চিনি-দুধ।

বুধবার (১২ মে) বিকেলে ওইসব ঈদ উপহার সামগ্রী নিজস্ব অর্থায়নে বিতরণ করেন রফিকুল ইসলাম বাবলু নামের এক সমাজসেবক ব্যক্তি। তিনি বিএনপির জামালপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ও ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য।

জানা যায়, করোনা সংক্রমণ প্রতিরোধে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় চলমান রয়েছে লকডাউন। এর ফলে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবি মানুষেরা চরম আর্থিক সংকটে পড়েছে। এরই মধ্যে ঘনিয়ে এসেছে ঈদ। এ দিনে প্রিয়জনদের নিয়ে ভালো কিছু খাবেন, সেটা নিয়ে পড়ছেন দুশ্চিন্তায়। ভুক্তভোগী এসব মানুষদের মুখে হাসি ফুটাতে সরকারের পাশাপাশি সহায়তা দিচ্ছেন অনেকে।

এরই ধারাবাহিকতায় স্থানীয় সমাজসেবক রফিকুল ইসলাম বাবলু তার নিজস্ব অর্থায়নে নিম্ন আয়ের মানুষদের নানা ধরণের সুবিধা দেয়াসহ বুধবার বিকেলে ৮০০ জনকে দিয়েছেন ঈদ উপহার সামগ্রী। ওই ইউনিয়নের এনায়েতপুর-দুর্গাপুর গ্রামের প্রতিবন্ধী, বিধবা, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের মাঝে ওইসব সামগ্রী বিতরণ করেন তিনি।

এ সুবিধাভোগি হাফিজার রহমান বলেন, স্বজনদের নিয়ে ঈদের দিনে নাস্তা হিসেবে সেমাই খাব, এনিয়ে দুশ্চিন্তায় ছিলাম। এ মুহূর্তে বাবলু মেম্বরের হাতে উপহার সামগ্রী পেয়ে অনেকটাইন আনন্দিত।

সমাজসেবক রফিকুল ইসলাম বাবলু আগামী নিউজকে জানান, এটা আমার ক্ষুদ্র প্রচেষ্টা। এমন চেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে।