হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

মোহাম্মাদ শাহ আলম, হবিগঞ্জ প্রতিনিধি মে ১২, ২০২১, ০৩:৫৩ পিএম

হবিগঞ্জঃ জেলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। বুধবার (১২ মে) সকালে শায়েস্তাগঞ্জ কদমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি ময়মনসংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার ডিজেমাস্তান গ্রামের বাসিন্দা আবু বকর সিদ্দিকের ছেলে মাহবুবুল আলম (৩০)। এছাড়া তিনি মৌলভীবাজার জেলার কুলাউড়ায় প্রাণ আরএফএল কোম্পানীর সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার কর্মস্থল থেকে মোটরসাইকেলযোগে তিনি ময়মনসিংহে নিজ গ্রামের যাওয়ার জন্য রওয়ানা হন। পথে ঢাকা-সিলেট মহাসড়কে শায়েস্তাগঞ্জের কদমতলী এলাকায় পৌছলে একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। 

সদর আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. অর্পিতা রায় দাশ জানান, হাসপাতালে পৌছার আগেই তিনি মারা যান। 

সদর থানার এএসআই মো. নেছার মিয়া জানান, সঙ্গে থাকা পরিচয়পত্র থেকে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তার পরিবারের সদস্যদের সাথে যোগযোগ করা হয়েছে। তার মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।