খাগড়াছড়িঃ বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতি মোকাবেলায় লকডাউনের মধ্যে খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের প্রত্যন্ত পাহাড়ী অঞ্চলে পাহাড়ী-বাঙ্গালী জনসাধারনের মাঝে মানবিক খাদ্য সহায়তা প্রদান করেছেন বাংলাদেশ সেনাবাহিনী।
বুধবার(১২মে) বেলা ১০টার দিকে সেনাবাহিনী ২৪ পদাতিক ডিভিশন ও চট্রগ্রাম এরিয়ার সার্বিক তত্ত্বাবধানে গুইমারা রিজিয়নের পক্ষ থেকে গুইমারা সরকারি কলেজ মাঠে ৪ শতাধিক পরিবারকে মানবিক সহায়তা খাদ্য সামগ্রী (চাল, ডাল, ছোলা, লবন, আটা) প্রদান করেন, রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, এনডিসি এএফডব্লিউসি,পিএসসি,জি।
খাদ্য সহায়তা বিতরণের সময় রিজিয়ন কমান্ডার বলেন, করোনা যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকেই চিকিৎসা, খাদ্য ও বস্ত্র সহায়তা প্রদানের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। দূর্গম পাহাড়ী অঞ্চলে বিদ্যানন্দ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রীও আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।
তিনি বলেন, শান্তি সম্প্রীতি বজায় থাকলে এলাকার উন্নয়ন হয়, বেশি করে সাহায্য সহযোগিতা করা সম্ভব হয়। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় স্ব স্ব অবস্থান থেকে সেনাবাহিনীকে সহযোগিতা করার আহবান জানিয়ে তিনি বলেন, এ অঞ্চলে কাউকে কোন রকম সন্ত্রাসী করতে দেওেয়া হবে না। এসময় রিজিয়ন কমান্ডার সকলকে ঈদ-উল-ফিতর এর শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে প্রাণঘাতি করোনা কালিন সময়ে সকলকে সরকারি নির্দেশনা মেনে চলার আহবান জানান।