চট্টগ্রামে আবারও বৃদ্ধি পেয়েছে আক্রান্তের সংখ্যা

শরীফ হায়দার, চট্টগ্রাম জেলা প্রতিনিধি মে ১০, ২০২১, ০৪:১২ পিএম
ফাইল ফটো
চট্টগ্রামঃ করোনায় আক্রান্তের সংখ্যা গত কয়েকদিন নিম্নমুখী থাকলেও গত ২৪ ঘন্টায় পরিক্ষার হার অনুযায়ী আবারও বৃদ্ধি পেয়েছে করোনায় আক্রান্তের সংখ্যা।
 
গতকাল ১১৯৭ জনের নমুনা পরিক্ষা ৭৪ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। একদিনের ব্যবধানে পরিক্ষার হার অনুযায়ী ১২৩৫ জনের শরীরের নমুনা পরিক্ষা করে ১৯১ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। যা গত ২৪, ঘন্টায় দ্বিগুনেরও অধিক।
 
গত ২৪, ঘন্টায় চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত চিকিৎসাধীন অবস্থায় আরও ৪, জনের মৃত্যু হয়েছে নতুন করে ১৯১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
 
গত ২৪, ঘন্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ১২৩৫, জনের নমুনা পরিক্ষায় নতুন করে ১৯১, জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
 
আজ (১০ মে) সোমবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এই তথ্য নিশ্চিত হওয়া যায়।
 
চট্টগ্রামে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা সর্বমোট ৫১, হাজার ২৮৪ জন।
এবং মৃত্যুর সংখ্যা সর্বমোট ৫৬৭, জন।
 
উল্লেখ্য, চট্টগ্রামে মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি ও মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় চট্টগ্রামের ৮টি এলাকাকে রেড জোন হিসাবে ঘোষণা করেছে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়।