শরীয়তপুরঃ জেলার নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নের করোনায় কর্মহীন হয়ে পড়া ডেকোরেশন শ্রমিকদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১১ টায় উপজেলার ঘড়িষার ইউনিয়ন পরিষদে সামাজিক দূরত্ব বজায় রেখে এ নগদ অর্থ বিতরণ করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়ন্তী রুপা রায় উপস্থিত থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব খান কে সাথে নিয়ে ৩০ জন শ্রমিকের মাঝে এ অর্থ বিতরণ করেন।
জানা গেছে, এর আগে আরও ৩০ জন শ্রমিকের মাঝে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব খান তার নিজ উদ্যোগে নগদ অর্থ বিতরণ করেন বলে জানান।
এ বিষয়ে উপজেলার ঘড়িষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব খান জানান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বরাদ্দকৃত ৫০০ শত টাকা করে করোনায় কর্মহীন হয়ে পড়া ৩০ জন শ্রমিকের মাঝে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়ন্তী রুপা রায় নিজে উপস্থিত থেকে এ নগদ অর্থ বিতরণ করেছেন।
সেই সাথে আমার পক্ষ থেকে আরও ২০০ শত টাকা করে মোট ৭০০ শত টাকা করে দেয়া হয়েছে। এর আগে আমরা আরও ৩০ জন শ্রমিক কে এ অর্থ বিতরণ করেছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়ন্তী রুপা রায় বলেন, আজ ঘড়িষার ইউনিয়নের করোনায় কর্মহীন হয়ে পড়া ৩০ জন শ্রমিকের মাঝে সরকারের দেয়া ৫০০ শত টাকা করে বিতরণ করা হয়েছে। এবং সেই সাথে স্থানীয় চেয়ারম্যানের পক্ষ থেকে ২০০ শত টাকা এতে মোট ৭০০ শত টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়।