নরসিংদীঃ ম্যানচেষ্টারখ্যাত তাঁত কাপড়ের বিখ্যাত বাজার শেকেরচর বাবুরহাট ক্রেতাশূন্য হয়ে পড়েছে। চলমান করোনা ও লকডাউনের কারনে বিভিন্ন জেলা থেকে কোন ক্রেতা না আসায় ব্যবসায়ীদের হাত কপালে উঠেছে।
তাঁরা বলছে কোভিড-১৯ এর কারনে সরকারের দেয়া লকডাউন চলছে দেশের সর্বত্র। আন্ত:জেলা পরিবহন বন্ধ থাকায় কোন ক্রেতা সাধারন বাবুরহাটে কাপড় নিতে আসছেন না। ফলে ব্যবসায়ীরা পড়েছে লোকসানে।
ঈদকে সামনে রেখে ব্যবসায়ীরা লুঙ্গি, শাড়ি, থ্রি-পিছ, বেডশীট, গামছাসহ বিভিন্ন ধরনের বস্ত্র-সামগ্রী নিয়ে দোকান সাজিয়ে বসে থাকলেও নেই কোন ক্রেতা সাধারন। ফলে বাবুরহাটের ব্যবসায়ীরা এখন অলস সময় কাটাচ্ছে। শ্রমিক-কর্মচারীদের বেতন ভাতাদি দেয়ার মতো কোন ব্যবস্থা নেই এমনটি জানিয়েছেন বাবুরহাটের ব্যবসায়ীরা। সপ্তাহের বৃহস্পতি, শুক্র ও শনিবারে এ হাটে কোটি কোটি টাকার কাপড় বেচাকেনা হতো। কোভিড-১৯ এর কারনে বন্ধ হয়ে যায় বাবুরহাটে বেচাকেনা। বাবুরহাটের কাপড় বাংলাদেশের গন্ডি পেরিয়ে রফতানী হতো বিভিন্ন দেশে। লকডাউনের কারনে তাও বন্ধ রয়েছে।
ব্যাংক থেকে ঋণ নেয়া ব্যবসায়ীরা পড়েছে বিপাকে। একদিকে কাপড় বেঁচা-কেনা রয়েছে বন্ধ। অপরদিকে বাড়ছে ব্যাংক ঋণ। ঈদকে সামনে রেখে শ্রমিক-কর্মচারীদের বেতন ভাতাদি পরিশোধ করতে হবে। এ অবস্থা চলতে থাকলে ব্যবসায়ীরা তাদের ব্যবসা বন্ধ করে দিতে হবে এ আশংকা বিরাজ করছে ব্যবসায়ীদের মধ্যে।