নাটোরে শিশু হত্যার রহস্য উন্মোচন: হত্যাকারী আটক

আব্দুল মজিদ, নাটোর জেলা প্রতিনিধি মে ৮, ২০২১, ০৫:১৫ পিএম
ছবিঃ আগামী নিউজ

নাটোরঃ জেলার সিংড়া উপজেলার সাবগাড়ি গ্রামে ৬ বছরের শিশু মহিবুল্লাকে হত্যা কান্ডের রহস্য উন্মোচন করেছে পুলিশ। মোবাইল ফোন না দেওয়া ও মহিবুল্লার মামার ওপর প্রতিশোধ নিতে শিশুটির গলা কেটে হত্যা করে ১৩ বছরের কিশোর নয়ন মিয়া।

শনিবার দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে পুলিশ সুপার লিটন কুমার সাহা এসব তথ্য জানান। পুলিশ সুপার জানান, শিশুটির হাতে থাকা মোবাইল দেখা সহ নানা বিষয়ে মহিবুল্লার মামা ১২ বছরের কিশোর সোহানের সাথে বিরোধ বাধে একই গ্রামের অপর মুন্টু মিয়ার ছেলে কিশোর নয়নের। প্রতিশোধ নিতে মহিবুল্লাকে পাখির বাসা দেখানোর কথা বলে বাড়ির পাশের ভুট্টা ক্ষেতে নিয়ে গিয়ে হত্যা করে নয়ন।

বৃহস্পতিবার বিকালে মহিবুল্লাকে হত্যার পর তদন্ত শুরু করে সিআইডি, ক্রাইমসীন ম্যানেজমেন্ট সহ জেলা পুলিশ। শুক্রবার রাতে আটক করা হয় নয়ন মিয়াকে। উদ্ধার করা হয় ছিনিয়ে নেয়া মোবাইল ফোন ও হত্যার কাজে ব্যবহৃত ছুরি।

এ সময় পুলিশ সুপার আরো জানান, ২৪ঘন্টার মধ্যে শিশু মহিবুল্লার হত্যাকারীকে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার ব্যবস্থা করা হয়েছে। কোন অপরাধী অপরাধ কান্ড করে পার পাবেনা। নাটোর জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে বলে সাংবাদিকদের জানান তিনি।

আগামীনিউজ/এএস