শামলাপুরে ৫ কেজি ওজনের অজগর অবমুক্ত

কক্সবাজার প্রতিনিধি মে ৫, ২০২১, ০২:৪২ পিএম

কক্সবাজারঃ কক্সবাজারের টেকনাফ শামলাপুরে ৫ কেজি ওজনের ৫ ফুট লম্বা একটি অজগর অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার(০৪ মে) টেকনাফের হোয়াইক্যং রেঞ্জের শামলাপুর পাহাড়ী এলাকায় অজগরটি অবমুক্ত করা হয়। এর আগে টেকনাফ উপজেলার বাহারছড়া শামলাপুর লোকালয় থেকে অজগরটি উদ্ধার করেন বন বিভাগ ও সহ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা।

শামলাপুর বিট অফিসার ফেরদৌস জানান, মঙ্গলবার বিকেলে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর নয়া পাড়া গ্রামে আব্দু শুকুরের বাড়ি ঘরে অজগরটি পাওয়া যায়। খবর পেয়ে বন বিভাগ ও সিএমসি সদস্যরা উদ্ধার করে হোয়াইক্যং রেঞ্জের শামলাপুর হোয়াইক্যং ঢালার গহীন বনে অবমুক্ত করেন। ৫ কেজি ওজনের অজগরটির দৈর্ঘ্য ৫ ফুট।এসময় উপস্থিত ছিলেন,শামলাপুর ভিসিজি ওপুরান পাড়া ভিসিএফের সভাপতি এবং এফসিসি উপদেষ্টা আমীর মোহাম্মদ শাহজাহান,খাইরুল বশর,জাফর আলমসহ অনেকে।

আগামীনিউজ/জনী