দিনাজপুরে করোনায় মৃত ২ নার্সের পরিবার পেল সহায়তার

দিনাজপুর প্রতিনিধি মে ৫, ২০২১, ০২:১৫ পিএম

দিনাজপুরঃ দিনাজপুরে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণকারী দুই জন নার্সের ক্ষতিপূরণের মঞ্জুরিকৃত সাড়ে ৩৭ লক্ষ টাকা করে ৭৫ লক্ষ টাকার চেক পেল তাদের পরিবার।

৪ মার্চ মঙ্গলবার সকাল ১১ টায় জাতীয় সংসদ কার্যালয়ে  হুইপ ইকবালুর রহিম এমপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এই চেক তুল দেন।

এ সময় হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা করতে গিয়ে যারা নিজরাই আক্রান্ত হয়ে করোনা যোদ্ধা হিসেবে মৃত্যুবরণ করেছে জাতি তাদের কখনো ভুলবেনা। এই করোনায় সমূখ  যোদ্ধাদের পরিবারের কথা চিন্তা করে জননেত্রী শেখ হাসিনা যে প্রনোদনা ঘোষনা দিয়ছিলেন তা পর্যায়ক্রমে প্রত্যক সেক্টরে বাস্তবায়ন শুরু হয়েছে।

নার্সিং ইনস্ট্রাক্টর রহিমা খাতুন গত ০২ নভম্বর ২০২০ ও নাসিং ইনস্ট্রাক্টর, মোছা: আমিনা খাতুন, গত ১২ নভেম্বর ২০২০ তারিখে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।
স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগের অধিনে এই দুই নার্সিং ইনস্ট্রাক্টর দিনাজপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মত্যুবরণ করায় তাদের স্বামীদের অনুকূলেএই ক্ষতিপূরণের চেক প্রদান করা হয়।

নার্সিং ইন্সট্রাক্টর রহিমা খাতুনের স্বামী: মোঃশাহাদাত হোসেন ও নার্সিং  ইন্সট্রাক্টর, মোছা: আমিনা খাতুনের স্বামী মোঃ জাহাঙ্গীর আলম দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের নিকট থেকে চেক গ্রহণ কালে আবেগ আপ্লুত হয়ে কেঁদে ফেলেন।

আগামীনিউজ/জনী