শিবালয়ে পুর্ব শত্রুতার জেরে পিটিয়ে আহত

মানিকগঞ্জ প্রতিনিধি মে ৫, ২০২১, ১১:০৯ এএম

মানিকগঞ্জঃ শিবালয় উপজেলার শশীনাড়া গ্রামে পুর্ব শ্রæতার জের ধরে গত সোমবার দুপুরে সুচিত্রা রানী দাস(৩২) ও শেফালী রানী (৫৩) কে দেশীয় অস্ত্র লোহার রড় ও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে।

স্থানীয়রা জানান,মানিকগঞ্জ জেলার উপজেলার শশীনাড়া গ্রামে জমি সংক্রান্ত পুর্ব শ্রæতার জের ধরে জেলার বাঘুটিয়া গ্রামের বাবুল আকতার(৪৫), আব্দুল রহিম দেওয়ানসহ ৫-৬ জনের একদল লোক তাদেরকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে আহতদের আতœচিতকারে স্থানীয় লোকজন এসে তাদেরকে উদ্ধার করে উথলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শেফালী রানী দাস জানান, গত সোমবার (৩এপ্রিল) দুপুর ২টার দিকে বাড়ীর সাথে কাঠ বাগানে গাছ ভাঙ্গা দেখতে গেলে বাবুল আকতারসহ ৫-৬জন অতকিত ভাবে পিটিয়ে আহত করে তাদের কাছে থাকা ৪৫হাজার টাকা মুল্যের একটি স্বর্নের চেইন ও ১৮ হাজার টাকা মুল্যের একটি মোবাইল সেট নিয়ে দ্রুত পালিয়ে যায়। এছাড়াও, সুচিত্রাকে গলায় ওড়না পেচিয়ে হত্যার চেষ্টা করেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। করা এব্যাপারে বাবুল আকতারসহ ৬জনকে আসামী করে থানায় মামলা করা হয়েছে।

এব্যাপারে বাবুল সরকারকে ফোনে যোগাযোগের চেষ্টা কররে তার ফোন বন্ধ পাওয়া গেছে। শিবালয় থানার ওসি ফিরোজ কবির জানান, এব্যাপারে থানায় মামলা হয়েছে। জমি সংক্রান্ত পুর্ব শত্রুতার জের ধরে মারধরের ঘটনা ঘটেছে।

আগামীনিউজ/জনী