মহিপুরে ৩০ হাজার রেনু পোনা উদ্ধারের পর অবমুক্ত

রাসেল কবির মুরাদ, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি  মে ৪, ২০২১, ০৮:৪৭ পিএম
ছবি: আগামী নিউজ

পটুয়াখালীঃ জেলার মহিপুরে পুলিশের অভিযানে ৩০ হাজার রেনু পোনা উদ্ধার এবং তা অবমুক্ত করা হয়েছে ।

সোমবার রাত ১০  টার দিকে মহিপুর থানার (ওসি তদন্ত)  মিজানুর রহমান রিমুর নেতৃত্বে এসআই আসাদুজ্জামান জুয়েল ও এ এস আই সুলাইমান, এএসআই মাইনুদ্দিন অভিযান পরিচালনা করে মহিপুরের ডালবুগঞ্জ এলাকা  থেকে পরিত্যক্ত অবস্থায় ৩০  হাজার রেনু পোনা উদ্ধার করে। উদ্ধারকৃত রেনু পোনা রাত ১১ টার দিকে মহিপুরের খাপড়াভাঙ্গা নদীতে অবমুক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মহিপুর থানার ওসি তদন্ত মিজানুর রহমান রিমু, গনমাধ্যম কর্মী মহিবুল্লাহ পাটোযারী, শহিদুল ইসলাম, মনির হাওলাদার, মহিপুর থানার এ এস আই ইব্রাহিম, ডালবুগঞ্জ ইউনিয়নের ইউপি সদস্য সাহাবুদ্দিন মুন্সী।

উল্লেখ্য, এর আগেও মহিপুর থানা পুলিশের অভিযানে লতাচাপলি থেকে ৬০ হাজার রেনু পোনা উদ্ধার করা হয় এবং একইভাবে তা খাপড়াভাঙ্গা  নদীতে অবমুক্ত করা হয়।

আগামীনিউজ/নাহিদ