ময়মনসিংহে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে জরিমানা  

আনোয়ার সাদত জাহাঙ্গীর, ময়মনসিংহ জেলা প্রতিনিধি মে ৩, ২০২১, ০৫:৪৪ পিএম
ছবি: আগামী নিউজ

ময়মনসিংহঃ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ময়মনসিংহ  জেলা কার্যালয় কর্তৃক সেবা সপ্তাহের (৩০ এপ্রিল থেকে ৬ মে) বিশেষ সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে সোমবার ( ৩ মে ) সদর উপজেলার আকুয়া ওয়্যারলেস মোড় এবং সদর বাইপাস মোড় এলাকায় অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়। 

অভিযানে ১টি সেমাই কারখানা ও ২টি হোটেলকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন করায় প্রতিষ্ঠানকে  সতর্কতামূলক ভাবে জরিমানা করা হয় এবং সতর্ক করা হয় । 

পরে চরপাড়া এলাকায় টিসিবির কার্যক্রম তদারকি করা হয়। অভিযান শেষে উপস্থিত জনসাধারণের মাঝে মাস্ক ও সেবা সপ্তাহের লিফলেট বিতরণ করা হয়। মাইকিং করেও সচেতনতা কার্যক্রম পরিচালিত হয়। 

এসময় সহকারী পরিচালকের সঙ্গে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা বাজার কর্মকর্তা এবং জেলা পুলিশ লাইনের একটি টিম।

আগামীনিউজ/নাহিদ