অসহায় কৃষকের জমির

গোপালগঞ্জে ধান কেটে দিলো ছাত্র লীগের নেতাকর্মীরা

সৈয়দ আকবর হোসেন, গোপালগঞ্জ প্রতিনিধি  মে ৩, ২০২১, ০৪:০২ পিএম
ছবি: আগামী নিউজ

গোপালগঞ্জঃ  লকডাউনের কারনে শ্রমিক সংকট দেখা দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের দিক- নির্দেশনায় এক অসহায় কৃষকের জমির ধান কেটে দিয়েছে গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

সোমবার (৩ মে)  সকালে গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক ইয়াছিন আরাফাত জয়ের নেতৃত্বে ছাত্রলীগের ২০ জনের একটি দল সদর উপজেলার উলপুর গ্রামের অসহায় কৃষক দুলাল চন্দ্র বিশ্বাসের ১৮ কাঠা জমির ধান কেটে দেয়। পরে সেই ধান মাড়াই করে ঘুরে তুলে দেয় তারা। করোনাকালীন সময়ে কৃষক শ্রমিক সংকটের কারনে সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের দিক নির্দেশনায় ছাত্রলীগের নেতাকর্মীরা অসহায় কৃষকের পাশে থাকবে বলে জানিয়েছেন সদর উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক ইয়াছিন আরাফাত জয়।

আগামীনিউজ/নাহিদ