রাঙ্গামাটিঃ কাপ্তাই হ্রদের মাছের উৎপাদন বংশবৃদ্ধি ও কার্প জাতীয় মাছের পোনা বিস্তারে কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত ও জেলেদের ভিজিএফ কার্ড বিতরণ করেন খাদ্য মন্ত্রণালয়ের সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
এসময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোঃ আব্দুল লতিফ, জেলা প্রশাসক মিজানুর রহমান, মৎস্য ও প্রাণি সম্পদ ব্যবস্থাপক কমান্ডার তৌহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরাসহ জেলা প্রশাসনিক কর্মকর্তারা।
কাপ্তাই হ্রদের মাছের পোনা অবমুক্ত ও ভিজিএফ কার্ড বিতরণকালে দীপংকর তালুকদার বলেন, দেশের স্বার্থে রাজস্ব আয় বাড়াতে এলাকার সকল শ্রেণীর পেশাজীবি ও জেলেদের ভূমিকা অপরিসীম। এ তিনমাস জেলেদের কষ্ট হলেও ধৈর্যের সহিত কাজ করতে হবে। পাশাপাশি কাপ্তাই হ্রদের মাছের বংশ বিস্তারের ক্ষেত্রে মাছ শিকার বন্ধ করতে হবে। নাহলে দেশের রাজস্ব আয় বৃদ্ধি পাবে না। সরকার শতচেষ্টা চালিয়ে যাচ্ছে অনাহারে খেতে খাওয়া দিন মজুরদেরকে ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্যের সহায়তা করতে।
কাপ্তই হ্রদের বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন রাঙ্গামাটি শাখার ফিসারী ঘাটে নিজস্ব হ্যাচারী হতে কাপ্তাই হ্রদে ৫০ মেঃটন পোনা অবমুক্ত করবে। শনিবার ২ মেঃটন অবমুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন। আগামী ৩১শে জুলাই পর্যন্ত কাপ্তাই হ্রদের মাছ শিকার বন্ধ থাকবে।
আগামীনিউজ/নাহিদ