ঢাকা: জেলার সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ছিনতাই চক্রের ৮ সদস্যকে আটক করেছে র্যাব-৪ এর একটি আভিযানিক দল।
রোববার (০২ মে) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র্যাব।
এর আগে শনিবার (০১ মে) সন্ধ্যায় আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- নরসিংদীর জেলার আবুল হাসেম (২৮), নাটোর জেলার রাজা মিয়া (৪০), একই জেলার বকুল শাহ (৩৫), গোপালগঞ্জ জেলার কাবুল শেখ (২৫), মানিকগঞ্জ জেলার জয়নাল আবেদীন (৪০), টাঙ্গাইল জেলার বাবুল খলিফা (৩৪), একই জেলার তৈয়ব (৫৬) ও ঢাকা জেলার তারেক।
র্যাব জানায়, শনিবার সন্ধ্যায় ছিনতাইয়ের উদ্দেশে কয়েকজন ছিনতাইকারী আশুলিয়ার বাইপাইল এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আট ছিনতাইকারীকে আটক করা হয়। তাদের নিকট হতে ছিনতাইকাজে ব্যবহৃত একটি কাচি, একটি প্লাস, দুটি সুইস গিয়ার চাকু, দুটি স্ক্রু-ড্রাইভার, ছিনতাইকৃত চারটি মানিব্যাগ ও সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয় ।
র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, আটকরা ৮-১০ জন একটা সংঘবদ্ধ ছিনতাই চক্র। তারা দীর্ঘদিন ধরে ঢাকা জেলার সাভার ও আশুলিয়া সহ রাজধানীর বিভিন্নস্থানে রাতের অন্ধকারে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা, মোবাইল, স্বর্ণালঙ্কার প্রভৃতি ছিনতাই করে আসছিলো।
আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আগামীনিউজ/নাহিদ