রংপুরে ৪ পৃথক অগ্নিকান্ড

শরিফুল ইসলাম,রংপুর জেলা প্রতিনিধি  মে ১, ২০২১, ০৩:৩৩ পিএম
ছবি: আগামী নিউজ

রংপুর:  নগরীর একটি সেমাই তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে ছাই হয়ে গেছে কারখানাটি। এর আগে নগরীতে আরও তিনটি পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৩০ এপ্রিল) দিবাগত রাত পৌনে ১টার দিকে নগরীর পশ্চিম খাসবাগ এলাকার আসলাম হাজির সেমাই কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাওয়ায় আগুন চারদিকে ছড়িয়ে পড়েনি। সেখানে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

রংপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক একেএম শামসুজ্জোহা  জানান, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে শকসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি। এ বিষয়ে পরে জানানো হবে।

এ দিকে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) মধ্যরাতে নগরীর কেরানীরহাট বাজারে অগ্নিকাণ্ডে ১৬টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। এছাড়া শুক্রবার (৩০ এপ্রিল) সকালে নগরীর সেনপাড়ায় একটি এবং হাজিরহাটে আরেকটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

একদিনে পৃথক তিনটি দুর্ঘটনায় ১৮টি দোকান পুড়ে গেছে। এতে সব মিলিয়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও দোকান মালিকদের রংপুর সিটি করপোরেশন ও জেলা প্রশাসন থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

আগামীনিউজ/নাহিদ