ব্রাহ্মণবাড়িয়ায় তান্ডব: হেফাজতের আরো ৫ জনসহ ৩৯২ জন গ্রেফতার

মো. আজহার উদ্দিন,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি এপ্রিল ৩০, ২০২১, ০৯:৩১ পিএম
ছবিঃ আগামী নিউজ

ব্রাহ্মণবাড়িয়াঃ গত ২৬, ২৭ ও ২৮ শে মার্চ হেফাজতের বিক্ষোভ চলাকালে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় হেফাজতের আরো ৫ কর্মী সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ।

এখন পর্যন্ত জেলায় ৩৯২ জনকে আটক করেছে পুলিশ।

গত ২৪ ঘন্টায় পুলিশ বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। 

পুলিশ জানায়, সহিংস ঘটনাসমূহের প্রাপ্ত স্থির চিত্র ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের সনাক্ত করা হয়। বাকীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। 

এসব ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯ টি, আশুগঞ্জ থানায় ৪ টি ও সরাইল থানায় ০২ টি ও রেলওয়ে থানায় ১ টিসহ মোট ৫৬ টি মামলা হয়েছে। 

এসকল মামলায় ৪১৪ জন এজাহারনামায় আসামীসহ অজ্ঞাতনামা ৩০-৩৫ হাজার মানুষকে আসামী করা হয়েছে। এ সকল মামলায় এখন পর্যন্ত নতুন ৫ জনসহ ৩৯২ জনকে গ্রেফতার করা হয়েছে।

আগামীনিউজ/সোহেল