করোনা প্রতিরোধে 

ফরিদপুরে মসজিদে গিয়ে নবাগত ওসির কাউন্সিলিং

সুমন ইসলাম, ফরিদপুর জেলা প্রতিনিধি এপ্রিল ৩০, ২০২১, ০৮:৩৮ পিএম
ছবি: আগামী নিউজ

ফরিদপুর: কোভিড-১৯ প্রতিরোধে জনগনকে সচেতনতা বৃদ্ধি এবং কোতয়ালী থানা থেকে সাধারন জনগন যেন কোন প্রকার হয়রানীর শিকার না হয়ে সঠিক সেবা পেতে পারে সেই লক্ষ্যে মসজিদে মসজিদে গিয়ে কাউন্সিলিং এর সময় এমনটাই বললেন ফরিদপুরের নবাগত অফিসার ইনচার্জ(ওসি) এম এ জলিল।

শুক্রবার (৩০এপ্রিল) জুম্মার নামাজের আগে শহরের পূর্বখাবাসপুর জামে মসজিদে গিয়ে নবাগত ওসি মসজিদের মুসল্লীদের কোভিড-১৯ এর ভয়াবহতা সম্পর্কে তুলে ধরেন।এসময় নবাগত ওসি এম এ জলিল মুসল্লীদের উদ্দ্যেশে বলেন, দেশে করোনা ভাইরাস বর্তমানে ভয়াবহ রুপ ধারন করেছে। যার কারনে প্রতিদিনই হাজার হাজার মানুষ এই মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। সেই সাথে প্রতিদিনই অনেক মানুষ মারও যাচ্ছেন।তবে সেই জন্যে আমাদের সকলকে সচেতন হতে হবে। 

আপনারা প্রয়োজনের তাগিদে কর্ম ক্ষেত্রে যখন ঘরের বাইরে যাচ্ছেন তখন বাইরে বের হওয়ার আগে সকলকে অবশ্যই মাস্ক পরে বের হতে হবে। তবে অপ্রয়োজনে কেউ ঘরের বাইরে যেন না বের হয় সেই আহ্বানও জানান (ওসি) জলিল।

এ সময় তিনি আরো বলেন, আসন্ন ঈদ উপলক্ষে সরকার যে নির্দেশনা দিয়েছেন সেই নিদের্শনা মোতাবেক আপনারা আপনাদের ব্যবসা পরিচালনা করবেন।দোকান/ ব্যবসা প্রতিষ্ঠানে অবশ্যই স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব বজার রাখতে হবে। 

তিনি আরো বলেন, আমি গত ১লা এপ্রিল এই কোতয়ালী থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছি। তাই আমি ও আমার কর্মকর্তারা আপনাদের সেবা করতে চাই। তিনি বলেন, মানুষ একসময়ে পুলিশকে দেখে ভয় পেত কিন্ত এখন আমরা মানবিক পুলিশ হয়ে আপনাদের পাশে আছি। তাই কোতয়ালী থানায় আপনার যে কোন সমস্যার জন্য কোন দালালে আশ্রয় না নিয়ে আপনি নিজেই হাজির হয়ে যাবেন। আর এ জন্য আমি ও আমার থানার কর্মকর্তারা আপনাদের সকল ধরনে সহযোগীতা করবো। তাছাড়া থানায় গিয়ে আপনার একটি টাকাও খরচ করতে হবে না অথবা থানার কোন স্টাফদেরও দিতে হবে না। আপনি আপনার সেবা বিনা পয়সাতেই পাবেন।  

যদি কেউ আপনাদের কাছে কোন প্রকার টাকা চায় তাহলে সরাসরি আপনারা আমাকে বলবেন।আমি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবো। তাই আপনারা আপনাদের সেবা গ্রহন করতে থানায় যাবেন। আমরা ব্রীটিশ আমলের পুলিশ হতে চাই না ,আমরা চাই মানবিক পুলিশ হতে।

তিনি বলেন, বর্তমানে একটি গোষ্ঠি দেশের বিভিন্ন জায়গায় জালাও পোড়াও করছে। আসলে তারা ১৯৭১ সালে দেশ স্বাধীনতা চায় নাই। বর্তমানে তারা দেশের উন্নয়নও সহ্য করতে পারছেনা। তাই তারা দেশে এই ধ্বংস যোগ্য চালাচ্ছে। কিন্তু এই সম্পদ আমার, আপনার, আমাদের সকলের। এই সম্পদ আমরা নষ্ট হতে দিতে পারি না। তাই কারো প্ররোচনায় ,কারো ইন্ধনে,কারো উস্কানীতে আমরা দেশের সম্পদ নষ্ট করবো না কিংবা ধ্বংস হতে দিবো না। যদি কেউ ধ্বংস করতে আসে তাহলে আমরা সকলে মিলে তা প্রতিহত করবো।

আগামীনিউজ/নাহিদ