মধুখালীতে প্রচন্ড তাপদাহে অতিষ্ঠ জনজীবন

সালেহীন সোয়াদ সাম্মী, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি এপ্রিল ২৯, ২০২১, ০২:৫১ পিএম
ছবিঃ আগামী নিউজ
ফরিদপুরঃ দিনভর সূর্যের তীর্যক রশ্মি আর হাওয়ার প্রকৃতি যেন তপ্ত নিশ্বাস ছাড়ছে।
 
রোদের প্রখরতায় মাথা দিয়ে ঘাম ঝরছে অনবরত। হাফিয়ে উঠছে মানুষ, প্রাণীকূল। পুকুর ও  জলাশয়গুলো শুকিয়ে যাওয়ায় ফরিদপুর জেলা জুরে পানির হাহাকার শুরু হয়েছে।
 
একফোঁটা বৃষ্টির আশায় চাতক পাখির মতো আকাশের দিকে চেয়ে আছে সবাই।
 
প্রচণ্ড গরমে কেও যেন বাহিরে বের হতে পারছে না। দিনভর সূর্যতাপে নুইয়ে পড়ছে গাছের পাতাও। নেতিয়ে পড়েছে সবজি। ফসলি ক্ষেত বৃষ্টির অভাবে ক্ষতির সম্মুখীন। পাট গাছে সেচ দিয়ে চলছে পানির ব্যবস্খা।  পানির স্তর নিচে নেমে যাওয়ায় টিওবয়েলেও পানি ঠিকমত পাওয়া যাচ্ছে না।
 
উপজেলার মেগচামী এলাকার কৃষক মোঃ বাবু মিয়া জানান, খরায় পুড়ছে ফসলের ক্ষেত।   প্রচণ্ড রোদে কৃষকরা মাঠে কাজ করতে যেতে পারছেন না।  একবার সেচ দিয়ে পানি দিতে দিতে অন্য দিকে শুখিয়ে যাচ্ছে।
 
আবহাওয়াবিদরা বলছেন দেশের উপর দিয়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যা অব্যাহত থাকবে আরও কয়েকদিন। দীর্ঘ খরার কারণে তাপমাত্রা বাড়ছে।
 
আগামীনিউজ/এএস