ঈদ আনন্দ ম্লান যশোরে আগুনে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের

বিল্লাল হোসেন,যশোর প্রতিনিধি এপ্রিল ২৯, ২০২১, ০২:৩৫ পিএম
ছবি: আগামী নিউজ

যশোর: জেলা পরিষদ হকার্স সুপার মার্কেটের ব্যবসায়ীদের ঈদ আনন্দ ম্লান হয়ে গেছে। দোকান আগুনে পুড়ে যাওয়ার পর এখন তারা দিন কাটাচ্ছেন হতাশার মধ্যে। টাকার অভাবে তারা এখনও পর্যন্ত দোকান মেরামত করতে পারেননি। ঈদে নতুন পোশাক কিনে বিক্রি করার বিষয় এখন তাদের দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। 

সাহায্যের জন্য যশোর জেলা প্রশাসকের কাছে আবেদন করেছে ১৫জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। গত ২২ ফেব্রয়ারি রাতে যশোর জেলা পরিষদ হকার্স সুপার মার্কেটের ১৫টি দোকান আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায়। 

ব্যবসায়ীরা জানান, লকডাউনের পর ঈদের বেচাকেনা জন্য দোকানে পর্যাপ্ত মালামাল কেনা ছিল। সামনে ঈদুল ফিতর অথচ তাদের  নতুন মালামাল তুলে বিক্রি করার কথা দূরে থাক, এখনও পর্যন্ত দোকান মেরামত করতে পারেননি। 
ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি শহিদুল ইসলাম জানান, আমরা যশোর জেলা প্রশাসকের কাছে সাহায্যের আবেদন করেছি। এখন ব্যবসায়ীদের কোনো পুঁজি না থাকায় কোনো রকম ভাবে দোকান মেরামত করছে। সম্পূর্ণভাবে মেরামত করতে পারেনি। পরে মালামাল তোলার কথা ভাববো। 

তবে ঈদের আগে  দোকান আগুনে পুড়ে এত বড় ক্ষতি কাটিয়ে উঠে মাজা সোজা করে ব্যবসা করতে আমাদের অনেক সময় লাগবে।

আগামীনিউজ/নাহিদ