প্রধানমন্ত্রীর উপহার পেলো ভেদরগঞ্জের ২শ শ্রমজীবী

মোঃ জামাল হোসেন,শরীয়তপুর প্রতিনিধি এপ্রিল ২৮, ২০২১, ০৬:০৪ পিএম
ছবি: আগামী নিউজ

শরীয়তপুর: জেলার ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নে করোনায় কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (২৮ এপ্রিল) বেলা ১১ টার দিকে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল,লবণ, পিয়াজ ও আলু।এতে ভেদরগঞ্জ  উপজেলার মহিষার ইউনিয়নে ২০০ জন শ্রমজীবী মানুষের মধ্যে স্বাস্হ্যবিধি মেনে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। 

কর্মহীন এসব মানুষের তালিকায় রয়েছে বাস শ্রমিক, নির্মান শ্রমিক, রিক্সা চালক, ভ্যান চালক,দিন মজুর ছাড়াও  বেকার জনগোষ্ঠী অন্তর্ভুক্ত হয়েছে বলে জানা গেছে। 

জানা গেছে,এতে শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসানের নির্দেশনায় ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আল নাসিফ নিজে উপস্থিত থেকে মহিষার ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গনে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শংকর চন্দ্র বৈদ্য,উপজেলার মহিষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন সরদার সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতাকর্মী সহ অন্যান্যরা।

আগামীনিউজ/নাহিদ