সৈয়দপুরে নারীদের আলোকবর্তিকা সানজিদা বেগম লাকী

জিকরুল হক, উত্তরাঞ্চল প্রতিনিধি এপ্রিল ২৭, ২০২১, ০২:৪৫ পিএম
সংগৃহীত

নীলফামারী: জেলার  সৈয়দপুরে দরিদ্র ও অতিদরিদ্র নারী জনগোষ্ঠির আলোকবর্তিকা হিসেবে কাজ করছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী। 

একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করার মধ্য দিয়ে তিনি সমাজসেবামূলক কাজের অনুপ্রেরণা পান। বিগত ১৯৯০ সাল থেকেই অবিরাম ভাবে সমাজসেবা করে আসছেন। নারী নির্যাতন প্রতিরোধ, স্বামী স্ত্রীর ডিভোর্স ঠেকানো এবং নারীদের স্বাবলম্বী করতেই তিনি অব্যাহত ভাবে কাজ করে যাচ্ছেন।

যেখানে নারী নির্যাতন সেখানেই তার উপস্থিতি। শহর কিংবা গ্রাম তার কাছে কোন ফারাক নেই। শুধু মাত্র খবরের অপেক্ষা। ঘটনাস্থলে কখনও রিকশা, কখনও পায়ে হেটে এমনকি পথিকের মোটরবাইকেও তিনি ঘটনাস্থলে ছুটে যান। শুধু সমস্যার সমাধান না, নারীরা কেন নির্যাতনের শিকার হচ্ছে আর এ নির্যাতন থেকে বাঁচতে আর্থিক ভাবে নিজের পায়ে দাড়াতে হবে এসব বিষয়ে তিনি সচেতনতা সভা বিরামহীন ভাবে করছেন। 

এমনকি নির্বাচন কমিশন ঘোষিত রাজনৈতিক দলে শতকরা ৩৩ ভাগ নারীদের জায়গা দিতে হবে সেই বিষয়ে তিনি সভা ও সেমিনার করছেন। নারীদের এই দাবিকে প্রতিফলিত করবার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে নিয়ে নিয়মিত পর্যালোচনা সভা করা হচ্ছে। ইতোমধ্যে তিনি জয়িতা পুরস্কার পেয়েছেন। জয়িতাদেরও সমিতিও করেছেন তিনি। এছাড়াও যেসব নারী উদ্যোক্তা রয়েছে তাদের পণ্য কিভাবে বাজারজাত করা যায় সেই বিষয়ে তিনি নানা পরামর্শ দিয়ে মেলা অনুষ্ঠানেও সহযোগিতার হাত প্রসারিত করছেন। 

বিশেষ করে গরীব মেয়েরা যেন নিজের পায়ে আর্থিক ভাবে দাঁড়াতে পারে সেই চেষ্টা তার চলমান রয়েছে। তিনি নিজেও হতদরিদ্র নারীদের নিয়ে নিজ বাড়িতে কাজের ব্যবস্থা করে দিয়েছেন। 

তার মতে নারীরা যদি পরমুখী হয়ে না থাকে তাহলেই সাংসারিক জীবনে অর্ধেক মুক্তি আসবে। তিনি বলেন মোট জনগোষ্ঠির অর্ধেক হলো নারী আর সেই নারীরাই যদি অর্থনীতিতে অবদান রাখতে না পারে তাহলে দেশে অর্থনীতির চাকা এগিয়ে যেতে অনেক সময় লাগবে। আর আর্থিক দৈন্যতা সংসারে থাকলে বিশৃংখলা বাধা অনেক সহজ। একজন নারী যদি আর্থিক ভাবে নিজের পায়ে শক্ত করে দাড়াতে পারে তাহলে সাংসারিক ও দাম্পত্য জীবন সুখের হয়ে ওঠে।

দীর্ঘ ৩০ বছর ধরে সানজিদা বেগম লাকী নারীর উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তবে তার সামাজিক কাজের বিষয়ে স্বামী সমাজসেবী মিজানুর রহমান লিটন অকুণ্ঠভাবে সমর্থন করেন।

লাকী আগামী নিউজকে আরো বলেন, আমাদের মতো পশ্চাৎপদ দেশে আর্থিক উন্নয়ন ঘটাতে নারীদের এগিয়ে নিতে পুরুষদের সহযোগিতা একান্তভাবে প্রয়োজন। এ জন্য উভয়কে সমাজ সচেতন ও সামাজিক হতে হবে। হৃদয়ের দিক থেকে স্বামীকে হতে হবে উদার। তাহলেই একজন নারী সমাজের কাজে ভূমিকা রাখতে পারবে। কারণ এ সমাজটি হলো পুরুষ তান্ত্রিক সমাজ। রয়েছে সমাজে প্রচুর কুসংস্কার ও ধর্মীয় বাধা নিষেধ। 

সবকিছুকেই ওভারকাম করার জন্য স্বামীর ঐকান্তিক সহযোগিতা বেশ প্রয়োজন। সানজিদা বেগম লাকী সমাজসেবা কাজ করতে গিয়ে সৈয়দপুর পৌরসভার ৩নং সংরক্ষিত আসনে ২ বার পৌর কাউন্সিলর এবং ২ বার সৈয়দপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তিনি আগামী নিউজকে বলেন, নারীদের জন্য জাতীয় ভাবে কাজ করার তার বাসনা রয়েছে। নারীর উন্নয়নে অনেক পরিকল্পনা রয়েছে তার হৃদয়ে। তার জীবনের সবচেয়ে বড় আশা একদিন এই দেশটা নারী পুুরুষ মিলেই সমৃদ্ধ করবে। এমন সব পরিকল্পনা বাস্তবায়ন করতে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহানুভূতি ও সহযোগিতা কামনা করেছেন তিনি।


আগামীনিউজ/নাহিদ