ঠাকুরগাঁওয়ে মাস্ক না পরায় ৩ জনের জরিমানা

শামসুল আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি এপ্রিল ২৬, ২০২১, ০৫:২১ পিএম
ছবি: আগামী নিউজ

ঠাকুরগাঁও:  কোভিড ১৯ নিয়ন্ত্রণে সোমবার (২৬ এপ্রিল) কঠোর লক ডাউনের ১৩ম দিনে পৌরসভার বড়মাঠে তরুন তরুনিদের ও পথচারীদের মাস্ক ছাড়া বের হওয়ার কারনে উপজেলা নির্বাহী অফিসার তাদের মাস্ক পরার নির্দেশনা দেন। 

এছাড়া ঠাকুরগাঁও সদর উপজেলার পৌরসভার কালীবাড়ি বাজার,বাসস্ট্যান্ড বাজার ও হাজীপাড়ায় সরকারি নির্দেশনা মেনে চলার বিষয়ে মনিটরিং করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।

এসময় তিনি শপিং মল ও দোকানপাটে স্বাস্থ্য বিধি মেনে চলা ও নো মাস্ক নো সার্ভিস বোর্ড লাগানো,সামাজিক দূরত্বে আসন বিন্যাস ও মাস্ক ছাড়া বের হওয়ার বিষয় মনিটরিং করেন ও নিশ্চিতকরণে দোকানদারদের উদ্বুদ্ধ করেন।

জনবহুল স্থানে মাস্ক না পরার কারণে ৩ জনকে অর্থদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।

জনস্বার্থে এ ধরনের মনিটরিং অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।

আগামীনিউজ/নাহিদ