যশোরঃ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের রেডজোন থেকে করোনাভাইরাসে আক্রান্ত ১০ জন পালিয়ে গেছেন।
এই তথ্য নিশ্চিত করে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ জানান, গত ৭ দিনে ১০ জন করোনা রোগী পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে। এরমধ্যে ৬ জন ভারত ফেরত রয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, পালিয়ে যাওয়া ১০ রোগী হলেন যশোর শহরের বিমান অফিস মোড়ের আবুল কাসেমের স্ত্রী ফাতেমা বেগম (৫৭), খালধার রোডের বিশ্বনাথের স্ত্রী মালা দত্ত (৫০), সদর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের রবিউল ইসলামের স্ত্রী ফাতেমা বেগম (১৯), একরামের স্ত্রী রোমা (৩০), প্রতাপকাঠি গ্রামের জালাল উদ্দিনের ছেলে মমিন, রামকান্তপুর গ্রামের গোলাম রব্বানীর স্ত্রী নাসিমা বেগম (৫০), বাঘারপাড়া উপজেলার রায়পুর গ্রামের ফজর আলীর ছেলে শহিদুল ইসলাম (৪৫), ঝিনাইদহ জেলার কালীগঞ্জের জনৈক মনোতোষের স্ত্রী শেফালি রানি, খুলনা জেলার পাইকগাছা উপজেলার রামরাইল গ্রামের আহম্মদ সানার ছেলে আমিরুল সানা ও একই জেলার রূপসা এলাকার শের আলীর ছেলে সোহেল (১৭)।
করোনা ওয়ার্ডে দায়িত্বরত সিনিয়র নার্স লাবনী বিশ্বাস জানান, ওষুধ দেয়ার সময় ওই রোগীদের আর পাওয়া যায়নি। এরপর পলাতক হিসেবে দেখানো হয়েছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলীপ কুমার রায় বলেন, হাসপাতাল থেকে যারা পালিয়েছেন তাদের নাম-ঠিকানা পুলিশকে দেয়া হয়েছে। পুলিশ তাদের বিষয়ে খোঁজ খবর নেবেন।
যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, বিষয়টি জানার পর হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) তৌহিদুল ইসলাম জানান, পলাতক রোগীদের ঠিকানা সংগ্রহ করা হয়েছে। তাদের খুঁজে বের করা হবে।
আগামীনিউজ/এএস