যশোরে করোনায় আরও মৃত্যু ১, শনাক্ত ৪৭

বিল্লাল হোসেন,যশোর প্রতিনিধি এপ্রিল ২৫, ২০২১, ০৯:৫৩ পিএম
ফাইল ছবি

যশোর:  কোভিড-১৯ নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৫ এপ্রিল) হোমআইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃতের নাম লক্ষন চন্দ্র পাল (৬৩)। তিনি শহরের নীলগঞ্জ সুপারি বাগান এলাকার বাসিন্দা। 

এছাড়া জেলায় নতুন করে ৪৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন কেন্দ্রে ৩৯ জনের র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় ৮ জন ছাড়াও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে ১৮৬ জনের নমুনায় ৩৯ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। এই নিয়ে জেলায় মোট ৬ হাজার ১শ’ ৮৫ জন করোনায় আক্রান্ত হলেন। এদিকে, গত ৭ ঘন্টায় জেলায় নতুন করে ৫ হাজার ৩শ’ ২ জন কোভিড-১৯ করোনাভাইরাসের ভ্যাকসিন (টিকা) গ্রহণ করেছেন। এই নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত জেলায় ৪৭ হাজার ২শ’ ৩৬ জন দ্বিতীয় ডোজের টিকা নিলেন।

যশোর সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা. রেহেনেওয়াজ জানান, রোববার করোনায় নতুন শনাক্ত ৪৭ জনের মধ্যে সদর উপজেলায়  ৩৯ জন, ঝিকরগাছা উপজেলায় ২ জন, চৌগাছা উপজেলায় ২ জন ও  অভয়নগর উপজেলায় ৪ জন রয়েছেন।

আরেক মেডিকেল অফিসার ডা. নাসিম ফেরদৌস জানান, লক্ষন চন্দ্র দাস কয়েকদিন ধরে করোনার উপসর্গে ভুগছিলেন। শনিবার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। তার ফলাফল পজেটিভ আসে। হোমআইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় রোববার লক্ষন চন্দ্র বিশ্বাস মারা যান।

যবিপ্রবির অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. ইকবাল কবীর জাহিদ জানান, জিনোম সেন্টারে যশোর জেলার ১৮৬ নমুনা পরীক্ষা করে ৩৯ জন ছাড়াও মাগুরা জেলার ২৬ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের পজেটিভ পাওয়া যায়। অর্থাৎ দুই জেলার ২১২ জনের নমুনা পরীক্ষা করে ৪২ জন পজেটিভ ও ১৭০ জনের নেগেটিভ আসে।

সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা.রেহনেওয়াজ জানান, রোববার টিকা গ্রহনকারী ৩ হাজার ৩শ’ ৯ জনের মধ্যে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ৮টি কেন্দ্র থেকে ১৮৪০ জন, মেডিকেল কলেজ কেন্দ্র থেকে ৮৩৬ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ৪টি কেন্দ্র থেকে ১১০ জন, পুলিশ হাসপাতালের কেন্দ্র থেকে ৭০ জন, বিমান বাহিনীর কেন্দ্র থেকে ৪৯ শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ টি কেন্দ্রে থেকে  ৩৯০ জন, ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ টি কেন্দ্র থেকে ২৭১  জন,  চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ টি থেকে ২৬৭ জন,  মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ টি কেন্দ্র থেকে ৪৩২ জন, কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ টি কেন্দ্র থেকে ১৯৯ জন, বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ টি কেন্দ্র থেকে ২৭০ জন ও  অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ টি কেন্দ্র ৫৭০ জন। মোট ৪৭ হাজার ২শ’ ৩৬ জনের মধ্যে পুরুষ  ৩০  হাজার ৭শ’ ৫৫ ও মহিলা রয়েছেন ১৬ হাজার ৪শ’ ৮১জন।

সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, ২৫ এপ্রিল পর্যন্ত জেলায় ৩৪ হাজার ৩শ’ ৩৫ জনের নমুনা পরীক্ষার ফলাফল পেয়েছি। তাতে ৬ হাজার ১শ’ ৮৫ জন কোভিড-১৯ নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৮১ জন নারী পুরুষ। এর মধ্যে যশোরের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে মৃত্যু হয়েছে ৭০ জনের। আর ঢাকায় ৬ জন খুলনায় ৪ জন ও সাতক্ষীরার হাসপাতালে মারা গেছেন ১জন।

আগামীনিউজ/নাহিদ