ঝালকাঠিতে আইনজীবীদের ভার্চুয়াল কোর্ট প্রশিক্ষণ কর্মশালা 

আব্দুর রাজ্জাক সিকদার, ঝালকাঠি প্রতিনিধি এপ্রিল ২৫, ২০২১, ০৯:৪৭ পিএম
ছবি: আগামী নিউজ

ঝালকাঠি: জেলায় আইনজীবী সমিতির সভা কক্ষে ভার্চুয়াল কোর্ট প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ এপ্রিল) বেলা ১২টায় আইনজীবীদের নিয়ে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ও সরকাি কৌশলী (পিপি) আবদুল মান্নান রসুল। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ। 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলাম , জ্যেষ্ঠ আইনজীবী জিকে মোস্তাফিজুর রহমান , সঞ্জিব কুমার বিশ্বাস, মো. শাহাদাৎ হোসেন প্রমুখ। 

প্রশিক্ষণ কর্মশালার সঞ্চালনার দায়িত্বে ছিলেন সমিতির সাধারণ সম্পাদক ও অতিরিক্ত পিপি আ.স.ম মোস্তাফিজুর রহমান (মনু)। 

আইনজীবীরা কর্মশালায় তাঁদের বক্তব্যে বলেন , আইনজীবীদের স্মার্টফোন ও ল্যাপটপ না থাকা , ইন্টানেটের দুর্বল গতি , প্রযুক্তিগত জ্ঞানের সীমাবদ্ধতাসহ বিভিন্ন জটিলতার কারণে অধস্তন আদালতে ভার্চুয়াল কোর্ট পরিচালনা করা সম্ভব হচ্ছে না। অংশগ্রহনকারী আইনজীবীরা বলেন, লকডাউনের কারনে আদালতের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকায় অনেক আইনজীবী মানবেতর জীবন যাপন করছেন। 

তাই ২৮ এপ্রিলের পরে স্বাভাবিকভাবে আদালতের কার্যক্রম শুরু করার জানান আইনজীবীরা। জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ বলেন , সরকার ভার্চুয়াল আদালত পরিচালনার জন্য সারাদেশে ২শ কোটি টাকা বরাদ্দ করেছেন। আইনজীবীদের সীমাবদ্ধতার কথা উচ্চ আদালতসহ আইনমন্ত্রনালয়ে জানানো হবে। 

কর্মশালায় স্মার্টফোনে জুম অ্যাপের মাধ্যমে কিভাবে জামিন শুনানী ও দেওয়ানী আদালতে নিষেধাজ্ঞাসহ বিভিন্ন গুরুত্বর্পূর্ণ শুনানী করা যায় সে বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।

প্রশিক্ষণে ৭০ জন আইনজীবী অংশ গ্রহণ করেন। কর্মশালায় যুগ্ম জেলা ও দায়রা জজ মো. হুমায়ুন কবীর, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ.এস.এম তারিক শামস উপস্থিত ছিলেন ।

আগামীনিউজ/নাহিদ