কুষ্টিয়া: কুমারখালী থানা বার্ষিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোঃ খাইরুল আলম। রোববার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে তিনি পরিদর্শনে আসেন। এ সময় থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমানের নেতৃত্বে তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে গার্ড অফ অনার সম্মানী সালাম প্রদান করা হয়।
এরপর পুলিশ সুপার পর্যায়ক্রমে এলার্ম প্যারেড, নারী ও শিশু হেল্প ডেস্ক, রেজিস্টার বহিঃ, থানা চত্ত্বরসহ প্রতিটি বিষয় ও কার্যক্রম খতিয়ে খতিয়ে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে থানার কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন এসপি। এছাড়াও পুলিশী ভূমিকা ফুটিয়ে তুলতে ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল অফিসার ও ফোর্সের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এসপি খাইরুল আলম।
পরিদর্শনকালে সফর সঙ্গী ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আতিকুল ইসলাম।
আগামীনিউজ/নাহিদ