বগুড়ায় ফেন্সিডিলসহ গ্রেপ্তার ৪

নাহিদ আল মালেক, বগুড়া জেলা প্রতিনিধি এপ্রিল ২৫, ২০২১, ০৭:২২ পিএম
ছবি: আগামী নিউজ

বগুড়া: জেলা সদরে ৪শ১৭ বোতল ফেন্সিডিলসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ বগুড়ার স্পেশাল কোম্পানী।

রবিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের পীরগাছা রোডের বুগাইপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- দিনাজপুর জেলার বিরামপুর থানার বিপুল মাগুড়াপাড়া গ্রামের মৃত মোখলেছার রহমানের ছেলে বাদল রহমান (২৭), একই থানার বুজরু বালশিরা গ্রামের মৃত হাবিবর রহমানের ছেলে ওবায়দুল (৩০), শিয়ালা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে সোহেল রানা (২১) এবং লক্ষীপুর জেলা সদরের আদিলপুর গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের ছেলে মো. মনির হোসেন (৩২)।

র‌্যাব-১২ বগুড়ার ক্রাইম প্রিভেনশন স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার স্বজল কুমার সরকার জানান, অভিযানকালে তাদের নিকট থেকে ৪শ ১৭ বোতল ফেন্সিডিল, একটি পিকআপ ভ্যান, ৬টি মোবাইল, ৯টি সিমকার্ড এবং মাদকবিক্রির ২৮শ টাকা উদ্ধার করা হয়েছে। 

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বগুড়া সদর থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান। 

আগামীনিউজ/নাহিদ