গাজীপুর কারাগার থেকে মাদানী এখন তেজগাঁও থানার রিমান্ডে

মোক্তার হোসেন, গাজীপুর জেলা প্রতিনিধি এপ্রিল ২৫, ২০২১, ০৭:১৬ পিএম
ছবিঃ সংগৃহীত

গাজীপুরঃ শিশু বক্তা রফিকুল ইসলামকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে রাজধানীর তেজগাঁও থানায় নেওয়া হয়েছে। পুলিম হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য তাকে রোববার দুপুরে কারগার থেকে নিয়ে যাওয়া হয়। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার আবু সায়েম সত্যতা নিশ্চিত করেন। রফিকুল ইসলাম মাদানী নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।

তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) শোয়াইব উদ্দিন আহমদ আগামী নিউজকে জানান, রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা রয়েছে। ওই মামলায় জিজ্ঞানাবাদের জন্য ১৫ এপ্রিল ঢাকার সিএমএম আদালতে অভিযুক্তের রিমান্ড আবেদন জানানো হয়। পরে আদালত ২১ এপ্রিল পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

তিনি ও গাজীপুর মেট্রাপলিটনের গাছা থানাসূত্র জানায়, রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় ৭ এপ্রিল রফিকুল ইসলাম মাদানীকে র‌্যাব তার গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলার লেটিরকান্দা থেকে আটক করে। পরের দিন ৮ এপ্রিল র‌্যাব গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন র‌্যাব।  ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। গাছা থানা পুলিশ ১৩ এপ্রিল গাজীপুর আদালতে রফিকুল ইসলাম মাদানীর ৭ দিনের রিমান্ড আবেদন করেন। তারপর ১৫ এপ্রিল  আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। ১৮ এপ্রিল দুপুর পৌনে ২টার দিকে কারাগার থেকে ২ দিনের রিমান্ডে রফিকুল ইসলাম মাদানীকে গাছা থানায় নিয়ে যাওয়া হয়।

এছাড়াও স্থানীয় এক ব্যাক্তি রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে গত ১১ এপ্রিল গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে। ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ২১ এপ্রিল দুপুরে আদালতে রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত ভার্চুয়ালি শুনানী শেষে রফিকুল ইসলাম মাদানীর ২ দিনের রিমান্ড মঞ্জুর করে। ২২ এপ্রিল দুপুর সোয়া ১টার দিকে রফিকুল ইসলাম মাদানীকে ২ দিনের রিমান্ডে বাসন থানায় নেওয়া হয়েছিল। রিমান্ড শেষে আবার তাকে  কারাগারে ফেরত পাঠানো হয়।

আগামীনিউজ/এএস