দুপচাঁচিয়ায় মার্কেট খুলতেই ভিড়, স্বাস্থ্যবিধি উপেক্ষিত

মতিউর রহমান, দুপচাঁচিয়া ( বগুড়া) প্রতিনিধি এপ্রিল ২৫, ২০২১, ০৭:০৮ পিএম
ছবিঃ আগামী নিউজ

বগুড়াঃ জেলার দুপচাঁচিয়া উপজেলায় তয় দফা লকডাউনের ৪র্থ দিন রোববার (২৫ এপ্রিল) মার্কেট খুলতেই জনগনের ভিড় লক্ষ্য করা গেছে। সরকারী ঘোষনা মোতাবেক সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিপনী বিতান খোলা রেখে স্বাস্থ্যবিধি মেনে বেচাকেনা করার নির্দেশনা থাকলেও দোকানিরা সময়ের আগেই দ্রুততার সাথে দোকান খোলে। কিন্তু দোকান বন্ধ করার সময় সেই দ্রুততা তাদের মধ্য দেখা যায়নি। এছাড়া ক্রেতা-বিক্রেতারা স্বাস্থ্যবিধি লংঘন করেছে উদ্বেগজনক হারে।

রোববার সকাল হতেই দুপচাঁচিয়া উপজেলা সদরের প্রাণকেন্দ্র সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় জনজটলা পরিলক্ষিত হয়েছে। সেইসাথে সিও অফিস সংযুক্ত আক্কেলপুর রোড এবং তালোড়া রোডেও ভিড় দেখা গেছে। এসব এলাকায় সামাজিক দুরুত্ব রক্ষা করতে এবং মাস্ক পড়তে তেমন দেখা যায়নি।

সকালে উপজেলা সদরের কাঁচাবাজার এলাকায় একেবারে স্বাস্থ্যবিধির তোয়াক্কা ছিল না বললেই চলে। কাঁচাবাজারের সাথে সাথে মাছ বাজার এলাকায়ও স্বাস্থ্যবিধি মেনে চলতে দেখা যায়নি তেমন কাউকে।

দুপচাঁচিয়া উপজেলা সদরের বিভিন্ন মার্কেটে দুপুর পর্যন্ত নারী পুরুষের ভিড় লক্ষ্য করা গেলেও দুপুরের পর থেকে নারী ক্রেতাদের ভিড় অনেকাংশেই কমে আসে। তাছাড়া উপজেলা সদরের মূল সড়কের ফুটপাতও দখল করে বসে বিভিন্ন অস্থায়ী দোকান। এসব ফুটপাত এলাকায় ভিড় থাকলেও মেনে চলতে দেখা যায়নি স্বাস্থ্যবিধি।

উপজেলার অনান্য গুরুত্বপূর্ণ এলাকা তালুচবাজার, বেড়াগ্রাম, জিয়ানগর, আলতাফনগর, চৌমূহনী, সাহারপুকুর এলাকায়ও স্বাস্থ্যবিধি তেমনভাবে মেনে না চলার খবর পাওয়া গেছে।

উল্লেখ্য, করোনা ভাইরাস  সংক্রমনের হার বৃদ্ধি পাওয়ায় ৫ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত ১ম দফা লকডাউন এবং ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল  ২য় দফা লকডাউন শেষ হয়েছে।

আজ রোববার সরকার ঘোষিত ২২ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত তয় দফা লকডাউনের ৪র্থ দিন। তবে ২৩ এপ্রিল মন্ত্রী পরিষদ বিভাগের উপসচিব মো.রেজাউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ২৫ এপ্রিল সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে চলার সাপেক্ষে দোকানপাট/ শপিংমল খুলে রাখার আদেশ জারি করেন।

আগামীনিউজ/এএস